Advertisement

Sanjiv Goenka: IPL-এ পান্তকে নিতেই খরচ ২৭ কোটি, মোহনবাগানের পিছনে কত টাকা খরচ করেন গোয়েঙ্কা?

১৪ হজাার ২৫৮ কোটি টাকা দিয়ে আইপিএল-এর (IPL) দল কিনেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। আর সেই লখনউ সুপার জায়েন্টই (Lucknow Super Giant) ২০২৫-এর আইপিএল-এর নিলামে রেকর্ড গড়ে ফেলেছে। ২৭ কোটি টাকায় কিনেছে ঋষভ পান্তকে (Rishabh Pant)। যা আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি। তবে শুধু ক্রিকেট নয়, ফুটবলেও বিরাট টাকা খরচ করেন সঞ্জীব গোয়েঙ্কা। যা ভারতের মধ্যে সবচেয়ে বেশি। মোহনবাগানের (Mohun Bahgan) সঙ্গে মার্জ হওয়ার পর ও শক্তিশালি হয়েছে দল। এই মুহূর্তে তারা আইএসএল (ISL) লিগ টেবিলের শীর্ষে।

sanjiv goenkasanjiv goenka
জাগৃক দে
  • কলকাতা,
  • 25 Nov 2024,
  • अपडेटेड 6:01 PM IST

১৪ হজাার ২৫৮ কোটি টাকা দিয়ে আইপিএল-এর (IPL) দল কিনেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। আর সেই লখনউ সুপার জায়েন্টই (Lucknow Super Giant) ২০২৫-এর আইপিএল-এর নিলামে রেকর্ড গড়ে ফেলেছে। ২৭ কোটি টাকায় কিনেছে ঋষভ পান্তকে (Rishabh Pant)। যা আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি। তবে শুধু ক্রিকেট নয়, ফুটবলেও বিরাট টাকা খরচ করেন সঞ্জীব গোয়েঙ্কা। যা ভারতের মধ্যে সবচেয়ে বেশি। মোহনবাগানের (Mohun Bahgan) সঙ্গে মার্জ হওয়ার পর ও শক্তিশালি হয়েছে দল। এই মুহূর্তে তারা আইএসএল (ISL) লিগ টেবিলের শীর্ষে।

ফুটবলে কত টাকা খরচ করেন সঞ্জীব গোয়েঙ্কা?

একাধিক বিশ্বকাপ খেলা ফুটবলার রয়েছে এবারের মোহনবাগান সুপাজায়েন্ট (Mohun Bagan Super Giant) দলে। ভারতের সেরা তারকারাও খেলেন সবুজ-মেরুন জার্সিতে। সিনিয়র দল আর ইয়ুথ ডেভলপমেন্ট মিলিয়ে মোট ৮০ কোটি টাকা খরচ করেন কলকাতার এই শিল্পপতি। তাঁর লক্ষ্য বাইরে থেকে ফুটবলার আনা নয়, নিজেদের অ্যাকাডেমিতে ফুটবলার তৈরি করে সিনিয়র দলে খেলানো। এর প্রভাবও পড়েতে শুরু করেছে। রাজ বাস্ফোর, দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে ফরদিন আলি মোল্লার মতো স্ট্রাইকাররা উঠে আসছেন সবুজ-মেরুন জার্সিতে। যা বাংলার ফুটবল তো বটেই ভারতীয় ফুটবলের জন্যও দারুণ খবর।

কত টাকা ইয়ুথ ডেভলপমেন্টে খরচ করেন গোয়েঙ্কা?
ফুটবলার তৈরি করতে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করেন গোয়েঙ্কা। এখানে বয়স ভিত্তিক দল যেমন রয়েছে তেমনই রয়েছে রিজার্ভ দলও। প্রাক্তন ফুটবলার তনুময় বসুর তত্ত্বাবধানে আরও ফুটবলার তুলে আনাই লক্ষ্য তাদের। ভবিষ্যতে বড় স্টেডিয়াম গড়ার পরিকল্পনাও রয়েছে তাদের। সে কারণে রাজ্য সরকারের কাছে জমিও চাওয়া হয়েছে। সে জমি পেয়ে গেলে সেখানেই হবে অত্যাধুনিক স্টেডিয়াম।

     
 
কত টাকার মালিক সঞ্জীব গোয়েঙ্কা?
ফোর্বসের তথ্য অনুযায়ী, গোয়েঙ্কা একজন বিলিয়নিয়ার বিজনেস টাইকুন, যার মোট সম্পদের পরিমাণ ৪০০ কোটি ডলার। তাঁর বিশাল সম্পদ একটি বড় সংস্থা থেকে আসে যার সদর দফতর কলকাতায়। এ ছাড়া আরও কয়েকটি কোম্পানির মালিক তিনি। সঞ্জীব গোয়েঙ্কার সবচেয়ে বড় সম্পদ হ'ল আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ। ফোর্বসের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির আয় ৪৫০ কোটি ডলারের বেশি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement