Advertisement

UEFA Nations League Final: আজ রাতে নেশনস কাপের ফাইনালে রোনাল্ডো vs ইয়ামাল, কীভাবে দেখবেন ম্যাচ?

আজ রাতেই নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। একদিকে ১৭ বছরের লামিনে ইয়ামাল, আর অন্যদিকে ৪০ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নবীন ও প্রবীণের এই লড়াই জমে উঠবে বলেই আশাবাদী ফুটবলপ্রেমীরা। ইয়ামাল এ মরসুমে দারুণ সফল। এই মরশুমে বার্সেলোনার হয়ে জিতেছে ত্রিমুকুট। দেশের জার্সিতে জিতেছে ইউরো। এ বার নেশন্স লিগ খেতাব জেতার সুযোগ তাঁর সামনে।

স্পেনের বিরুদ্ধে পর্তুগালের নেশনস লিগের লড়াইয়ের আগে লামিনে ইয়ামালের ব্যালন ডি'অর প্রার্থীতা নিয়ে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনালদোস্পেনের বিরুদ্ধে পর্তুগালের নেশনস লিগের লড়াইয়ের আগে লামিনে ইয়ামালের ব্যালন ডি'অর প্রার্থীতা নিয়ে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো
Aajtak Bangla
  • মিউনিখ,
  • 08 Jun 2025,
  • अपडेटेड 3:56 PM IST

আজ রাতেই নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। একদিকে ১৭ বছরের লামিনে ইয়ামাল, আর অন্যদিকে ৪০ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নবীন ও প্রবীণের এই লড়াই জমে উঠবে বলেই আশাবাদী ফুটবলপ্রেমীরা। ইয়ামাল এ মরসুমে দারুণ সফল। এই মরশুমে বার্সেলোনার হয়ে জিতেছে ত্রিমুকুট। দেশের জার্সিতে জিতেছে ইউরো। এ বার নেশন্স লিগ খেতাব জেতার সুযোগ তাঁর সামনে।

অন্যদিকে ৪০ বছর বয়সেও আক্রমণের ধার কমেনি রোনাল্ডোর। নেশন্স লিগ জয়ের জন্য পর্তুগালের বড় ভরসা তিনি। এই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ইয়ামালকে নিয়ে এবার বড় কথা বলে দিয়েছেন রোনাল্ডো। তরুণ এই ফুটবলারের প্রশংসায় পঞ্চমুখ পর্তুগাল তারকা। ইয়ামালের সঙ্গে তাঁর তুলনা করাটাই যে সঠিক নয়, সেটাও বললেন। শনিবার সাংবাদিক বৈঠকে এ নিয়ে গুছিয়ে উত্তর দেন পর্তুগিজ তারকা।

ইয়ামালকে নিয়ে রোনাল্ডো বলেন, 'যখনই আমি ফুটবল খেলেছি কিংবা বড় টিমের বিরুদ্ধে নেমেছি, এ রকম হয়েছে। ক্রিস্তিয়ানো বনাম আর একজন। আমাকে এই সব আর তাতায় না। লামিনে এবং আমার প্রজন্ম একেবারে আলাদা। একজনের সবে শুরু, আর এক জন দাঁড়িয়ে কেরিয়ারের শেষ প্রান্তে। বরং ভিতিনিয়ার সঙ্গে তুলনা চলতে পারে, কারণ দু’জনেই তরুণ।’

এই ম্যাচ আসলে রোনাল্ডো বনাম ইয়ামাল নয়, এমনটাই মনে করেন সিআর সেভেন। তিনি বলেন, 'আমার সঙ্গে লামিনের ডুয়েলের কথা বললেও অসুবিধা নেই। বাস্তবে ফুটবল একটা টিমগেম। মিডিয়া ম্যাচটাকে আরও উত্তেজক করতে চায়। সেটাও ভুল নয়।’ অন্যদিকে ইয়ামালও যথেষ্ট সমীহ করেন রোনাল্ডোকে। কিংবদন্তি বলে অভিহিত করেছেন তিনিও। তবে ম্যাচ শুরু হওয়ার বাঁশি বাজার পরেই সেই সৌজন্য যে উবে যাবে তা আর বোলার অপেক্ষা রাখে না। 

কীভাবে দেখবেন এই ম্যাচ?
সোনি স্পোর্টস নেটওয়ার্কে রাত সাড়ে ১২টা থেকে দেখা যাবে এই ম্যাচ। লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন সোনি লিভ অ্যাপে। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন থাকা জরুরী।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement