Advertisement

Mohun Bagan: AFC কাপে মাঠে নামতে পারবেন মনবীর-কিয়ান? রইল মোহনবাগানের বড় আপডেট

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে ডার্বি হারের পরের দিনেই, আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগ দুইয়ের কথা মাথায় রেখে অনুশীলন শুরু করে দিয়েছে সবুজ-মেরুন। তবে বেশ কিছু চোট আঘাতের সমস্যা রয়েছে। 

কিয়ান নাসিরি ও মনবীর সিংকিয়ান নাসিরি ও মনবীর সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2025,
  • अपडेटेड 1:41 PM IST

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে ডার্বি হারের পরের দিনেই, আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগ দুইয়ের কথা মাথায় রেখে অনুশীলন শুরু করে দিয়েছে সবুজ-মেরুন। তবে বেশ কিছু চোট আঘাতের সমস্যা রয়েছে। 

ডুরান্ড কাপ চলাকালীন চোট পেয়েছিলেন মনবীর সিং এবং কিয়ান নাসিরি। এছাড়াও জাতীয় দলের শিবিরে চোট পাওয়ায়, ডুরান্ড কাপে মাঠেই নামা হয়নি মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোসের। তবে এই সকল ফুটবলারদের আসন্ন এএফসি প্রতিযোগিতার আগেই সুস্থ করে তুলতে মরিয়া কোচ জোসে মলিনা। দলের সঙ্গে বেশ কিছুদিন রিহ্যাব করছিলেন মনবীর এবং শুভাশিস। তবে মঙ্গলবার বল পায়ে অনুশীলন শুরু করে দিলেন এই দুই ফুটবলার। শুরুতে কিছুক্ষণ বল পায়ে অনুশীলন করলেও, দলের অনুশীলন চলাকালীনই মাঠ ছাড়তে দেখা গিয়েছে দুজনকেই। ফলে ধীরে ধীরে যে সুস্থ হচ্ছেন শুভাশিস এবং মনবীর, সেটা বলাই যায়। অপরদিকে মেডিকেল রুমেই বেশিক্ষণ সময় কাটিয়েছেন কিয়ান।

এএফসি টুর্নামেন্টের আগে এই দুই তারকা ফিরে আসতে পারেন কিনা সে দিকে নজর থাকবে সমর্থকদের। পাশাপাশি মেহতাব সিং-কে সই করিয়ে নেওয়ায় শক্তি আরও বাড়ল মোহনবাগানের। মুম্বই সিটি এফসি থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফির বিনিময় তাঁকে সই করিয়েছে মোহনবাগান। এমনটাই সূত্রের খবর। 

কলকাতা লিগে ড্র করল মোহনবাগান
গত জুলাই মাসের শেষে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি খেলার পর, কলকাতা লিগে আর কোনও ম্যাচে খেলতে দেখা যায়নি সবুজ-মেরুন ব্রিগেডকে। তবে দীর্ঘদিন বাদে মঙ্গলবার, শক্তিশালী সুরুচি সংঘের বিরুদ্ধে খেলতে নেমেছিল ডেগি কার্ডোজোর দল। সেই সুরুচি সংঘের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও, অবশেষে ১-১ ফলাফলে ম্যাচ ড্র করেছে মোহনবাগান। সুরুচির হয়ে এদিন গোল পেয়েছেন জোসেফ হাওকিপ। অপরদিকে মোহনবাগানের হয়ে গোল করেছেন তুষার বিশ্বকর্মা।

চলতি কলকাতা লিগে আগুনে ফর্মে রয়েছে সুরুচি সংঘ। এদিনের ম্যাচের শুরু থেকেও যথেষ্ট দাপটের সঙ্গে ফুটবল খেলেন রঞ্জন ভট্টাচার্যর ছেলেরা। অপরদিকে নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব পরিষ্কার চোখে পরছিল মোহনবাগান ফুটবলারদের। তাই প্রথমার্ধে খুব একটা আক্রমণ করতে পারেননি বাগান ফুটবলাররা। সেই সুযোগকে কাজে লাগায় সুরুচি সংঘ। প্রথমার্ধের সংযুক্ত সময়ের শেষের দিকে দূরপাল্লার শটে গোল করে সুরুচি সংঘকে এগিয়ে দেন জোসেফ হাওকিপ। ফলে প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে পড়ে মোহনবাগান।

Advertisement

বাগান কোচ বুঝে গিয়েছিলেন, সুরুচি সংঘের বিরুদ্ধে ম্যাচে ফিরতে গেলে, ফুটবলারদের নিজেদের ছাপিয়ে যেতে হবে। সেই মতোই দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার লক্ষ্যে আক্রমণ শুরু করেন বাগান ফুটবলাররা। তবে রক্ষণে যথেষ্ট সজাগ ছিল সুরুচি সংঘের ডিফেন্স লাইন। এক ইঞ্চিও জমি ছাড়েননি তাঁরা। এদিকে চোটের কারণে এদিন খেলতে পারেননি সালাউদ্দিন আদনান। ফলে তাঁর অনুপস্থিতি ভাবাচ্ছিল বাগান শিবিরকে। নিরন্তর আক্রমণ করলেও, কিছুতেই যেন গোলমুখ খুলতে পারছিলেন না বাগান ফুটবলাররা। তবে অবশেষে ম্যাচের ৮৭ মিনিটে তুষার বিশ্বকর্মার গোলে সমতায় ফেরে মোহনবাগান। যেই সুবাদে অবশেষে ১-১ ফলাফলে ম্যাচ ড্র করে সবুজ-মেরুন ব্রিগেড।

ম্যাচ শেষে বাগান দলের গোলরক্ষক কোচ অভ্র মন্ডল বলেন, "ম্যাচটা যথেষ্ট তুল্যমূল্য হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে আমরা লড়াই করেছি।" এই ম্যাচের শেষে ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে, পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থাকল সবুজ-মেরুন শিবির।

Read more!
Advertisement
Advertisement