অনন্ত আম্বানির প্রাইভেট চিড়িয়াখানা বনতারায় লিওনেল মেসি, লুই সুয়ারেজ ও রডরিগো ডি পলকে দেখা গেল সম্পূর্ণ দেশি অবতারে। হিন্দু সনাতন ধর্ম রীতি মেনেই মেসি, সুয়ারেজদের বনতারায় স্বাগত জানায় আম্বানি পরিবার। গণেশ থেকে শুরু করে শিব, মাথা ঠেকিয়ে প্রণাম করলেন মেসি। কপালে তিলক, গায়ে শাল ও গলায় রুদ্রাক্ষের মালায় দেখা গেল মেসিকে। বনতারায় খুব কাছ থেকে হাতি, সিংহ, জিরাফ নানা জন্তু-জানোয়ার ও প্রকৃতির কোলে আপ্লুত হন তিনি। এদিকে, বিদায়বেলা একটি স্পেশাল ভিডিও পোস্ট করেছেন লিও মেসি। ভারতে কাটানোর সময়গুলিকে টুকরো কোলাজে তুলে ধরেছেন।