বার্ষিক সাধারণ সভা (Mohun Bagan Annual General Meeting) ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি মোহনবাগান ক্লাবে (Mohun Bagan Club)। ২০২২ সালে বেনজির অশান্তির সাক্ষী থেকেছিল সবুজ-মেরুন ক্লাব। আর আজ ফের শতাব্দী প্রাচীন ক্লাবে মারামারিতে জড়িয়ে পড়তে দেখা গেল দুই পক্ষকে। প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু (Srinjoy Bose) সঠিক সময় নির্বাচনের দাবি তোলার পরেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি।