বুধবার আচমকাই সল্টলেক স্টেডিয়ামে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে BJP-র অন্যান্য বিধায়করাও। ব্যানার, প্ল্যাকার্ড হাতে স্টেডিয়ামের অন্দরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। শুভেন্দুর নেতৃত্বে স্লোগান ওঠে, 'অরূপ বিশ্বাস হায় হায়। অরূপ বিশ্বাসকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।' একইসঙ্গে মেসির ইভেন্টে আসা দর্শকদের টিকিটের টাকা ফেরতেরও দাবি তোলেন। তাঁর কথায়, 'মেসির ইভেন্টে ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্ত কমিটি মানি না। অবিলম্বে দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে হবে এবং অরূপ বিশ্বাসকে গ্রেফতার করতে হবে।'