Advertisement

IOC Responds to Vinesh Phogat's Medal Appeal: 'একই ইভেন্টে দুটো রুপো দেওয়া যায় না' ভিনেশ ইস্যুতে বললেন IOA প্রেসিডেন্ট

একই ইভেন্টে দু'টি রুপোর পদক দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিল আইওএ। প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগাট মামলার শুনানির সময় একথা জানিয়ে দেওয়া হয়ছে। চূড়ান্ত সিদ্ধান্ নেওয়ে হতে পারে শনিবার। সিএএস এর আগে বলেছিল যে প্যারিস অলিম্পিক শেষ হওয়ার আগে ডিনেশের আপিলের সিদ্ধান্ত ঘোষণা করা হবে। প্যারিস অলিম্পিক শেষ হবে ১১ আগস্ট। তার আগে অর্থাৎ আজই ভিনেশকে নিয়ে সিদ্ধান্ত জানানোর আগে এমন মন্তব্য আইওএ-এর প্রেসিডেন্ট টমাস বেচ। 

ভিনেশের পদক মামলার শুনানি শেষ, সিদ্ধান্ত কখন জানা যাবে? জানুন
Aajtak Bangla
  • প্যারিস,
  • 10 Aug 2024,
  • अपडेटेड 11:39 AM IST

একই ইভেন্টে দু'টি রুপোর পদক দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিল আইওএ। প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগাট মামলার শুনানির সময় একথা জানিয়ে দেওয়া হয়ছে। চূড়ান্ত সিদ্ধান্ নেওয়ে হতে পারে শনিবার। সিএএস এর আগে বলেছিল যে প্যারিস অলিম্পিক শেষ হওয়ার আগে ডিনেশের আপিলের সিদ্ধান্ত ঘোষণা করা হবে। প্যারিস অলিম্পিক শেষ হবে ১১ আগস্ট। তার আগে অর্থাৎ আজই ভিনেশকে নিয়ে সিদ্ধান্ত জানানোর আগে এমন মন্তব্য আইওএ-এর প্রেসিডেন্ট টমাস বেচ। 

টমাস বলেন, ' সাধারণত একটি বিভাগে দুটি রুপোর পদক দেওয়া হয় না,আন্তর্জাতিক ফেডারেশনের নিয়ম রয়েছে যা অনুসরণ করতে হবে, এবং সিদ্ধান্তটি আন্তর্জাতিক ফেডারেশন, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং সবার মতামত জেনে নিতে হবে।' শুনানির সময় ভিনেশ এই চারটি যুক্তি দিয়েছেন। প্রথমত তিনি যুক্তি দিয়েছিলেন, যে তিনি কোনও জালিয়াতি করেননি। দ্বিতীয়ত, শরীরের স্বাভাবিক রিকভারি প্রক্রিয়ার কারণে তাঁর ওজন বেড়েছে। তৃতীয়ত, ভিনেশের পক্ষে যুক্তি দেওয়া হয়েছিল যে নিজের শরীরের যত্ন নেওয়া একজন অ্যাথলিটের মৌলিক অধিকার। আর তাঁর শেষ যুক্তি ছিল, প্রতিযোগিতার প্রথম দিনে তার শরীরের ওজন নির্ধারিত সীমার চেয়ে কম ছিল। ওজন শুধুমাত্র রিকভারির কারণে বেড়েছে এবং প্রতারণার ঘটনা নয়। সুস্থ থাকার জন্য তাদের শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা রেসলারের মৌলিক অধিকার।

শীঘ্রই সিদ্ধান্ত আসবে
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) মহিলা ৫০ কেজি প্রতিযোগিতার দ্বিতীয় দিনে কুস্তিগীর ভিনেশ ফোগাটের সাস্পেন্সনের বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (CAS) এর অ্যাড-হক বিভাগে অভিযোগ দায়ের করেছে। প্যারিস ২০২৪ অলিম্পিক গেম দাখিল সংক্রান্ত একটি ইতিবাচক সিদ্ধান্তের জন্য আশা প্রকাশ করেছে। বিষয়টি এখনও বিবেচনাধীন এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে চলেছে।

বেচ মন্তব্য করেছিলেন, 'কুস্তিগীরের জন্য আমার একটা সফট কর্নার রয়েছে। আর এক্ষেত্রে তো অবশ্যই মানবিক হতে হবে। শেষ পর্যন্ত, আমরা CAS সিদ্ধান্ত অনুসরণ করব।' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement