Advertisement

Paris Olympics 2024 Manu Bhaker: ম্যাচের আগে গীতা পাঠ, প্যারিসে মেডেল জিতে সাফল্যের রহস্য ফাঁস মনুর

টোকিও অলিম্পিকে ভেঙে গিয়েছিল পিস্তল। স্বপ্নভঙ্গের সেই যন্ত্রনা ভাঙতে পারেনি মনু ভাকেরকে। টোকিওতে অংশ নেওয়া অনেক শ্যুটারই এবার প্যারিসে দলে জায়গা পাননি। তবে প্যারিস থেকে সোনা জেতার স্বপ্ন থেকেই গিয়েছিল মনুর। সোনা না হলেও শ্যেন নদীর তীর থেকে ব্রোঞ্জ নিয়ে এলেন এই শ্যুটার। ১২ বছরের খরা কাটালেন মনু। ২২ বছরের ভারতীয় তারকা জানালেন যে তিনি নিয়মিত গীতা পড়েন। রবিবার মহিলাদের ১০ এয়ার পিস্তল রাইফেলের ফাইনালে প্রবল চাপের মুখে সেই শিক্ষাই কাজে দিয়েছে। 

manu bhakermanu bhaker
  • প্যারিস,
  • 28 Jul 2024,
  • अपडेटेड 5:01 PM IST

টোকিও অলিম্পিকে ভেঙে গিয়েছিল পিস্তল। স্বপ্নভঙ্গের সেই যন্ত্রনা ভাঙতে পারেনি মনু ভাকেরকে (Manu Bhaker)। টোকিওতে অংশ নেওয়া অনেক শ্যুটারই এবার প্যারিসে (Paris Olympics 2024) দলে জায়গা পাননি। তবে প্যারিস থেকে সোনা জেতার স্বপ্ন থেকেই গিয়েছিল মনুর। সোনা না হলেও শ্যেন নদীর তীর থেকে ব্রোঞ্জ নিয়ে এলেন এই শ্যুটার। ১২ বছরের খরা কাটালেন মনু। ২২ বছরের ভারতীয় তারকা জানালেন যে তিনি নিয়মিত গীতা পড়েন। রবিবার মহিলাদের ১০ এয়ার পিস্তল রাইফেলের ফাইনালে প্রবল চাপের মুখে সেই শিক্ষাই কাজে দিয়েছে। 

এবার প্যারিসে তাঁকে একেবারে ঠান্ডা মাথায় শ্যুটিং করতে দেখা যায়। এরকম অলিম্পিক ফাইনালে সবথেকে বড় বিষয় সমস্যা চাপ সামলানো। কারণ অলিম্পিকের থেকে বড় মঞ্চ আর হয় না। সেই প্রবল চাপ সামলেই রবিবার মহিলাদের ১০ এয়ার পিস্তল রাইফেলের ফাইনালে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতেছেন ২২ বছরের ভারতীয় তারকা। একটা সময় প্রবল চাপ ছিল। সেই চাপ সামলে যে প্যারিসে ভারতকে প্রথম পদক এনে দিলেন তিনি। ম্যাচ শেষে মনু বলেন, 'ম্যাচ চলাকালীন, আমি শুধু 'ভগবদ গীতা' এবং অর্জুনের কথা ভাবছিলাম কারণ আমি ম্যাচের আগে ভগবদ গীতা পড়েছিলাম।' 

তিনি আরও বলেন, 'খুবই ভালো লাগছে। সত্যি বলতে, আমি জেতার মেজাজেই ছিলাম। আশা করছি ভারত আরও পদক জিতবে। ব্যক্তিগত ভাবে কী অনুভূতি ঠিক বোঝাতে পারব না। এমনকি শেষ শটেও সর্বস্ব দিয়েছিলাম। ব্রোঞ্জ পেয়েছি। হয়তো আরও একটু ভালো করতে পারতাম। পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা থাকবে।’

মনুর ঐতিহাসিক পদক জয়ের পরে ২২ বছরের ভারতীয় তারকাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'একটি ঐতিহাসিক পদক। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জেতার জন্য অভিনন্দন তোমায়। ব্রোঞ্জ পদক জয়ের জন্য অভিনন্দন। এই সাফল্যটা আরও স্পেশাল হয়ে গিয়েছে, কারণ শ্যুটিংয়ে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতেছে ও। অভাবনীয় সাফল্য।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement