Advertisement

IPL 2022: অ্যালেক্স হেলসের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে ফেলল KKR

বায়োবাবলে থাকার ধকল থেকে বাঁচতে IPL থেকে সরে যাওয়ার কথা আগেই ঘোষণা করে দিয়েছিলেন ইংল্যান্ডের এই ব্যাটার। তারপরেই এই সিদ্ধান্ত নেয়  KKR টিম ম্যনেজমেন্ট। 

অ্যারন ফিঞ্চঅ্যারন ফিঞ্চ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Mar 2022,
  • अपडेटेड 9:54 PM IST

অ্যালেক্স হেলসের জায়গায় কলকাতা নাইট রাইডার্সের দলে আসতে চলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যারন ফিঞ্চ। বায়োবাবলে থাকার ধকল থেকে বাঁচতে IPL থেকে সরে যাওয়ার কথা আগেই ঘোষণা করে দিয়েছিলেন ইংল্যান্ডের এই ব্যাটার। তারপরেই এই সিদ্ধান্ত নেয়  KKR টিম ম্যনেজমেন্ট। আইপিএল-এর মেগা নিলামে অবিক্রীত থেকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। 

এবার ফের একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন ফিঞ্চ। আইপিএল-এ ৮৫টি ম্যাচে ২০০৫ রান করেছেন ফিঞ্চ। ১৪ টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। এবারের আইপিএল-এ রাজস্থান র‍্য্যালস, দিল্লি ক্যাপিটালস, পুনে ওয়ারিয়ার্স, সান রাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্স, পাঞ্জাব কিংস ও রাজস্থান র‍্য্যালস দোষ দল খেলবে। 

২০২০ সালে RCB-র হয়ে খেলতে দেখা গিয়েছিল ফিঞ্চকে। ২০২১ মরশুমে তাঁর নেতৃত্বেই টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। তবুও আইপিএল-এর মেগা নিলামে দল পাননি অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। 

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement