Advertisement

AIFF Controversy: ভারতীয় ফুটবলকে ব্যান করতে পারে FIFA, সরতে পারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও?

গত মাসে ভারতের ফুটবলের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিল ফিফা ও এএফসি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ৩১ জুলাইয়ের মধ্যে ফেডারেশনের নতুন গঠনতন্ত্রের অনুমোদন নিতে হবে সাধারণ সমতির কাছ থেকে। আর এখানেই সমস্যা তৈরি হয়েছে। নতুন গঠনতন্ত্রের যে খসড়া তৈরি হয়েছে তাতে আপত্তি তুলেছে রাজ্য সংস্থাগুলি।

ভারতীয় দলভারতীয় দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jul 2022,
  • अपडेटेड 3:23 PM IST
  • বড় শাস্তি পেতে পারে AIFF
  • ব্যান হতে পারে AIFF

বিরাট সঙ্কটে ভারতীয় ফুটবল। ক্রমশ আশঙ্কা বাড়ছে ফিফার নির্বাসনের। সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে নির্বাচন করার ক্ষেত্রে জটিলতা ক্রমশ বাড়ছে। তবে শুধু তো নির্বাচন করালেই হবে না গড়তে হবে নতুন কমিটিও। সেই কারণেই শাস্তির সম্ভাবনা আরও বাড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তিন সদস্যের কমিটি এখন ভারতীয় ফুটবল পরিচালনা করছে। তাদের তত্ত্বাবধানেই হবে নির্বাচন। 


সমস্যা কথায়?

গত মাসে ভারতের ফুটবলের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিল ফিফা ও এএফসি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ৩১ জুলাইয়ের মধ্যে ফেডারেশনের নতুন গঠনতন্ত্রের অনুমোদন নিতে হবে সাধারণ সমতির কাছ থেকে। আর এখানেই সমস্যা তৈরি হয়েছে। নতুন গঠনতন্ত্রের যে খসড়া তৈরি হয়েছে তাতে আপত্তি তুলেছে রাজ্য সংস্থাগুলি। খসড়ায় বলে হয়েছে, সভাপতি তিন বারের বেশি থাকতে পারবেন না। এই নিয়ে আপত্তি রাজ্য সংস্থাগুলির। একই ভাবে এক্সিকিউটিভ কমিটিতে কত জন থাকবে তা নিয়েও জটিলতা রয়েছে। রাজ্য সংস্থাগুলি চাইছে ১৭ বা ১৮ জন থাকুন এই কমিটিতে। আর খসড়ায় বলা হয়েছে ১২ জন থাকবে এই কমিটিতে। সমস্যা না মিটলে রাজ্য সংস্থাগুলি ফের সুপ্রিম কোর্টের দারস্থ হতে পারে। সে ক্ষেত্রে শুনানি হতে সময় লাগবে। আর তাতেই পেরিয়ে যেতে পারে ফিফার দেওয়া সময়সীমা। 

আরও পড়ুন

ফিফা ব্যান করলে কী কী সমস্যা হতে পারে

ফিফা ব্যান করলে ফুটবল সংক্রান্ত সমস্ত আন্তর্জাতিক ইভেন্ট থেকে বাদ পড়বে ভারত। অর্থাৎ, জাতীয় দলের খেলা আর হবে না। নীল জার্সিতে আর দেখা যাবে না সুনীল ছেত্রীদের। ফলে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।  

ক্লাব ফুটবলের ক্ষেত্রে বা ঘরোয়া ফুটবলের ক্ষেত্রে কোনও সমস্যা থাকবে না। ঘরোয়া ফুটবল অর্থাৎ, রাজ্য লিগ যেমন কলকাতা লিগ, গোয়া লিগ বা কেরল লিগ করতে কোনও সমস্যা থাকবে না। সমস্যা হবে না আই লিগ বা আইএসএল আয়োজনের ক্ষেত্রেও। তবে এতদিন আই লিগ বা আইএসএল বিজয়ী দল এএফসি কাপে খেলার সুযোগ পেত। ব্যান হলে সেই সুযোগ থেকে বঞ্চিত হবে দলগুলি।

Advertisement

ফিফা ভারতীয় ফুটবলকে ব্যান করলে সমস্যায় পড়তে পড়বেন এখানে খেলতে আসা বিদেশি ফুটবলাররা। কারণ ট্রান্সফার বন্ধ থাকবে। যে সমস্ত বিদেশি ফুটবলার এখানে বিভিন্ন ক্লাবে খেলছেন তাঁরাও এনওসি নিয়ে অন্য কোনও ক্লাবে সই করতে পারবেন না। অন্য দেশ বা নিজের দেশের লিগেও খেলতে পারবেন না তাঁরা। ফলে তাঁদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। বর্তমানে ভারতের মহিলা দলের অনেক ফুটবলার বিদেশে খেলছেন। তাঁরাও একই ভাবে সমস্যায় পড়তে পারেন।      

Read more!
Advertisement
Advertisement