সৌদি আরবে খেলতে এসে শুরুতেই বাধার মুখে পড়তে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)। বৃহস্পতিবার সিআর সেভেনের আল নাসেরের (AL Nassr FC) বিরুদ্ধে আল তাইয়ের ম্যাচ ছিল। সেই ম্যাচে নামতেই পারতেন রোনাল্ডো। তবে বাধ সাধল প্রকৃতি ও সৌদি আরবের পরিকাঠামো। যার জেরে বন্ধ করতে হল ম্যাচ।
ট্যুইটারে আর নাসের ফ্যানদের কাছে ক্ষমাও চেয়েছে। রোনাল্ডোর ক্লাব তাদের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছে, 'প্রচন্ড বৃষ্টির জন্য স্টেডিয়ামের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। যার কারণে আল তাই-এর সঙ্গে ম্যাচ ২৪ ঘণ্টার জন্য বাতিল করা হল।' অর্থাৎ, শুক্রবার আবারও মাঠে দেখা যেতে পারে পর্তুগিজ তারকাকে। আল নাসের তাদের ফ্যানদের উদ্দেশ্যে ক্ষমাও চেয়েছে। তারা লিখেছে, 'ফ্যানদের সমস্যা হওয়ায় আমরা দুঃখিত। আশা করব সকলে নিরাপদে ফিরবেন।'
সৌদি আরবের সময়, সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তা করা যায়নি। ফ্যানরাও টিপ্পনি কাটতে ছাড়েননি। এক ফুটবলপ্রেমী লিখেছেন, 'সৌদি আরবে বৃষ্টি? তারমানে সত্যি জলরায়ু পরিবর্তন হচ্ছে।' অনেক ফ্যান লিখেছেন, 'রোনাল্ডোকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।'
আরও পড়ুন: 'কোন দেশে খেলতে এসেছেন নিজেই জানেন না?' আল নাসেরে এসেই বিতর্কে রোনাল্ডো
আইন ভেঙেছেন রোনাল্ডো?
সৌদি আরবে প্রবেশ করেই না কি আইন ভেঙ্গেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জর্জিনা, রোনাল্ডোর সন্তানের মা হলেও তাদের বিয়ে হয়নি। আসলে, সৌদি আরবে বিয়ে না হলে কোনও ছেলে বা মেয়ে একসঙ্গে থাকতে পারেন না। তবে আল নাসেরে খেলার সময় জর্জিনাকে সঙ্গেই নিয়ে এসেছেন রোনাল্ডো। থাকবেনও একসঙ্গেই। চুক্তি হয়ার সময় নিশ্চিত ভাবেই এটা জানতেন। তবে কেন ব্যবস্থা নেওয়া হল না রোনাল্ডোর বিরুদ্ধে? এর উত্তর দিয়েছেন সৌদি আরবের আইনজ্ঞরা জানিয়েছেন, সৌদি আইনে বিবাহবহির্ভূত সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ হলেও অন্য যে কোনো ইউরোপীয় নাগরিকের বেলায় যেমনটি হয়, সৌদি কর্তৃপক্ষও রোনাল্ডোর ব্যাপারটি একই দৃষ্টিতে দেখবে। সৌদি কর্তৃপক্ষ সাধারণত ইউরোপীয় নাগরিকদের এসব বিষয় নিয়ে মাথা ঘামায় না। ফলে আইন ভাঙলেও শাস্তি হচ্ছে না রোনাল্ডোর।