Advertisement

Cristiano Ronaldo: কেন ফুটবল-বিশ্বে G.O.A.T CR7? একনজরে সব তথ্য

শেষ ম্যাচে তাঁকে বসিয়ে দেন কোচ। কিন্তু সর্বকালের সেরাদের তো কোনও একটি ম্যাচ ধরে বিচার করা যায় না। এহেন রোনাল্ডোর ফুটবল জীবন কীভাবে শুরু, কত সম্পত্তি, কত গোল, সব হিসাব-কিতাব রইল।

ক্রিস্টিয়ানো রোনাল্ডো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Dec 2022,
  • अपडेटेड 7:12 PM IST
  • রোনাল্ডোর জন্ম ও পরিবার
  • রোনাল্ডোর কীর্তি
  • কত সম্পদের মালিক রোনাল্ডো?

বিদায়বেলা যতই ট্র্যাজিক হোক না কেন, সর্বকালের সেরাদের তালিকায় তাঁর নাম উজ্জ্বল। সেই G.O.A.T-এর নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগাল ছাড়িয়ে যিনি গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে প্রিয় CR7। পর্তুগাল (Portugal) কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হারের পরেই বিদায় নিয়েছেন রোনাল্ডো। শেষ ম্যাচে তাঁকে বসিয়ে দেন কোচ। কিন্তু সর্বকালের সেরাদের তো কোনও একটি ম্যাচ ধরে বিচার করা যায় না। এহেন রোনাল্ডোর ফুটবল জীবন কীভাবে শুরু, কত সম্পত্তি, কত গোল, সব হিসাব-কিতাব রইল।

জন্ম ও পরিবার

৫ ফেব্রুয়ারি, ১৯৮৫ সালে পর্তুগালে জন্মগ্রহণ করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পুরো নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো দোস সান্তোস অ্যাভেইরো। রোনাল্ডো নামটি পর্তুগালে নেই। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগনের নামে তাঁর নামকরণ করা হয়।  তাঁর পিতার নাম হোসে দিনিস আভেইরো। পুরসভায় একজন মালি হিসাবে কাজ করতেন। মায়ের নাম মারিয়া ডোলোরেস ডস সান্তোস অ্যাভেইরো।  রোনাল্ডোর এক ভাই এবং দুই বোন রয়েছে এবং তিনি ভাইবোনের মধ্যে সবার ছোট। বাবা মাত্র ৫২ বছর বয়সে মারা গিয়েছেন। রোনাল্ডোর বড় ছেলের নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো জুনিয়র। রোনাল্ডো তাঁর ছেলের মা কে তা নিয়ে কখনও প্রকাশ করেননি। অন্য সন্তানদের নাম মাতেও, ইভা মারিয়া এবং আলানা মার্টিনেজ।  মাতেও এবং ইভা মারিয়া হলেন যমজ। রোনাল্ডোর বর্তমান বান্ধবীর নাম জর্জিনা রড্রিগেজ। তিনি বিখ্যাত স্প্যানিস মডেল। এর আগে রোনাল্ডোর বান্ধবী ছিলেন ইরিনা শায়েক। ইরিনা বিখ্যাত রুশ মডেল। ইরিনার সঙ্গে ব্রেক-আপের পরে রোনাল্ডোর জীবনে আসেন জর্জিনা।

তথ্যচিত্র নিজস্ব

CR7-এর কীর্তি

পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার রোনাল্ডো। কেরিয়ারে ৩২টি ট্রফি জিতেছেন তিনি। ১৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। একমাত্র ফুটবলার বিশ্বে, যিনি ৫টি বিশ্বকাপেই গোল করেছেন। পর্তুগালের হয়ে ১১৮টি গোলের রেকর্ড। ৫ বার ব্যাল ডি'ওর জয়ী। পাশাপাশি ৮১৯টি গোল রয়েছে তাঁর ঝুলিতে।

Advertisement
ক্রিস্টিয়ানো রোনাল্ডো

রোনাল্ডোর সম্পত্তি

রোনাল্ডোর মোট সম্পত্তির পরিমাণ ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিতে চলেছেন। সেখানে প্রতি মরশুমে রোনাল্ডো পাবেন প্রায় ১৭০০ কোটি টাকা। রোনাল্ডোর গাড়ির কালেকশনও চোখ ধাঁধানো। বিশ্বের যত লাক্সারি গাড়ি রয়েছে, রোনাল্ডোর গ্যারাজে রয়েছে। এছাড়া প্রাইভেট জেট রয়েছে, যার লোগোতে রয়েছে CR7।

ক্লাব ফুটবল

২০০৩ সালে রোনাল্ডোর খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন তত্‍কালীন ম্যাঞ্চেস্টার ইউনাইডেট ম্যানেজার স্যর অ্যালেক্স ফার্গুসন। রোনাল্ডোকে তিনিই আনেন ম্যাঞ্চেস্টারে। পরে খেলেছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেছেন। বিশ্বকাপ ২০২২ শুরু আগে ম্যাঞ্চেস্টার ছাড়েন রোনাল্ডো। যোগ দিচ্ছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। 

আরও পড়ুন: Cristiano Ronaldo: পর্তুগালের জার্সিতে অবসর? বিশ্বকাপ থেকে বিদায়ের পর মুখ খুললেন রোনাল্ডো

আরও পড়ুন: Cristiano Ronaldo: বিশ্বকাপ শিবির থেকেই বেরিয়ে যেতে চেয়েছিলেন রোনাল্ডো?

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement