Advertisement

IPL 2022: শামির পারফর্ম্যান্সে 'ফিদা' পর্নস্টার, কী বললেন?

প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে কেএল রাহুলের লখনউ। ১৫৮ রানে শেষ হয় তাদের ইনিংস। পাঁচ উইকেট বাকি থাকতেই জয় তুলে নেয় গুজরাত টাইটানস (Gujarat Titans)। তিন উইকেট নেন শামি।   

মহম্মদ শামি ও কেন্দ্রা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2022,
  • अपडेटेड 5:05 PM IST
  • তিন উইকেট নিয়েছেন শামি
  • শামির প্রশংসায় মার্কিন পর্নস্টার

IPL নিয়ে গোটা বিশ্বের নজর থাকে। আর সেই কারণেই মহম্মদ শামিকে (Mohammad Shami) দুর্দান্ত বোলিংয়ের জন্য শুভেচ্ছা জানালেন মার্কিন পর্নস্টার কেন্দ্রা (Kendra)। প্রথম ম্যাচেই লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে দারুণ বল করেছিলেন শামি। প্রথম বলেই লখনউ ক্যাপ্টেন কেএল রাহুলের (KL Rahul) উইকেট তুলে নেন বাংলার পেসার। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দলের হয়ে খেলতে নেমে মাত্র ২৫ রানে তিন উইকেট তুলে নেন শামি। 

শুভেচ্ছা বার্তায় বিখ্যাত পর্নস্টার লিখেছেন, 'দারুণ পারফর্ম করেছ শামি।' তবে পার্পল ক্যাপ এখনও পাননি শামি। তা রয়েছে আরসিবি বোলার ওয়ানিন্দু হাসরাঙ্গার কাছে। দুই ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন তিনি। যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে উমেশ যাদব (Umesh Yadav)  ও বাংলার আরেক বোলার আকাশদীপ। দুই ম্যাচে দুই জনেই চারটি করে উইকেট পেয়েছেন। 

প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছেন শামিরা 
প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে কেএল রাহুলের লখনউ। ১৫৮ রানে শেষ হয় তাদের ইনিংস। পাঁচ উইকেট বাকি থাকতেই জয় তুলে নেয় গুজরাত টাইটানস (Gujarat Titans)।

আরও পড়ুন:  ডুপ্লেসির কার্তিক-স্তুতি, KKR-এর প্রাক্তন ক্যাপ্টেন RCB ফিনিশার

 
শনিবার দ্বিতীয় ম্যাচ শামিদের
শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবেন শামিরা। সেই ম্যাচে ফের তিন উইকেট তুলে নিতে পারলে পার্পল ক্যাপ পেয়ে যাবেন শামি। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে সন্ধ্যা সাড়ে সাতটায় খেলতে নামবে দুই দল। প্রথম ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছেন শামিরা। রান রেট .২৮৬। দুই নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তাদের রান রেট .৯১৪।

Advertisement

       

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement