Advertisement

KKR, Andre Russell: ব্যাটে-বলে অসাধারণ রাসেল, তবুও জেতাতে পারলেন না KKR-কে

কলকাতার পরাজয় সত্ত্বেও, ক্যারিবিয়ান খেলোয়াড় আন্দ্রে রাসেল নায়ক হিসেবে আবির্ভূত হন, বল ও ব্যাট হাতে অলরাউন্ড পারফর্ম করে। প্রথমে বোলিং করতে গিয়ে চার উইকেট নেন রাসেল। এরপর ব্যাটিংয়েও ৪৮ রানের ঝড়ো ইনিংস। তাঁর এই পারফরম্যান্সও দলের জন্য কাজ করেনি কারণ বাকি খেলোয়াড়রা তাকে ভাল সহযোগিতা করতে পারেননি।

আন্দ্রে রাসেল আন্দ্রে রাসেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Apr 2022,
  • अपडेटेड 4:28 PM IST
  • কাজে এল না রাসসেলের লড়াই
  • ফের হারল কেকেআর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022-এ কলকাতা নাইট রাইডার্সের (KKR) হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত রয়েছে। শনিবার খেলায় গুজরাট টাইটানস (GT) কেকআরকে ৮ রানে হারিয়েছে। আট ম্যাচে এটি কলকাতার পঞ্চম পরাজয়, যার কারণে তারা পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে।

কলকাতার পরাজয় সত্ত্বেও, ক্যারিবিয়ান খেলোয়াড় আন্দ্রে রাসেল নায়ক হিসেবে আবির্ভূত হন, বল ও ব্যাট হাতে অলরাউন্ড পারফর্ম করে। প্রথমে বোলিং করতে গিয়ে চার উইকেট নেন রাসেল। এরপর ব্যাটিংয়েও ৪৮ রানের ঝড়ো ইনিংস। তাঁর এই পারফরম্যান্সও দলের জন্য কাজ করেনি কারণ বাকি খেলোয়াড়রা তাকে ভাল সহযোগিতা করতে পারেননি।

বিশতম ওভারে চার উইকেট

আরও পড়ুন

২০তম ওভারে চার উইকেট নেন রাসেল। ওই ওভারের প্রথম বলেই অভিনব মনোহরকে (২) রিংকু সিংয়ের হাতে ক্যাচ দেন রাসেল। এরপর পরের বলে লকি  ফার্গুসনকেও (০) ক্যাচ দেন রিংকু সিং। এরপর তৃতীয় বলে সিঙ্গেল করেন আলজারি জোসেফ এবং চতুর্থ বলে চার করেন রাহুল তেওয়াতিয়া। ৫ম বলে রিংকু সিংয়ের হাতে কট  অ্যান্ড বোল্ড হয়ে চতুর্থ উইকেট নেন রাসেল। মানে রাসেল ওভারে মোট পাঁচ রান দিয়ে চার উইকেট নেন। 

তারপর খেলেন ঝড়ো ইনিংস

ব্যাটিংয়ে সাত নম্বরে সুযোগ পান আন্দ্রে রাসেল। রাসেল যখন ব্যাট করতে নামেন, সেই সময় কলকাতার দল ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই করছিল। এতে রাসেলের ওপর কোনো বিশেষ চাপ পড়েনি এবং তিনি বোলারদের প্রচণ্ডভাবে মারতে শুরু করেন। রাসেলের ঝড়ো ইনিংসের কারণে শেষ ওভারে ১৮ রান তুলতে হয় কলকাতাকে।

আলজারি জোসেফের প্রথম বলেই রাসেল একটি ছক্কা হাঁকান, কিন্তু পরের বলে আরেকটি বড় শট নেওয়ার প্রক্রিয়ায় তিনি ফার্গুসনের হাতে ধরা পড়েন, যার জন্য কলকাতাকে ধাক্কা খেতে হয়। রাসেল ২৫ বলে ৪৮ রানের ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ছয়টি ছক্কা ও একটি চার। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement