আইপিএল (IPL 2023) থেকে ছিটকে যাওয়ার পরে ভারতীয় দলের (Team India) সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালের প্রস্তুতিতে মগ্ন বিরাট কোহলি (Virat Kohli)। নেটে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন কিং কোহলি। তবে এর মধ্যেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনুষ্কা শর্মা (Anushka Sharma) সেখানে নকল করে দেখাচ্ছেন বিরাট কোহলির সেলিব্রেশন।
এক অনুষ্ঠানে এসে বেশ মজার মুডে দেখা গেল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। এই অনুষ্ঠানের মাঝেই উপস্থাপক বিরাটের সেলিব্রেশন নকল করার অনুরোধ করেন। সেই সময়ই দুই হাত ওপরে তুলে একেবারে নিখুঁত দক্ষতায় বিরাটের সেলিব্রেশন নকল করে দেখান বলিউড অভিনেত্রী। যা দেখে দারুণ খুশি স্টুডিওতে থাকা সমর্থকরা। সকলেই হাততালি দিয়ে ওঠেন। এরপর অনুষ্কা যা বলেন, তাতে আরও হাসির রোল ওঠে। তিনি বলেন, ‘আমার মনে হয়, যে বোলাররা উইকেট পায় তাঁরাও এত আনন্দ করে না। বিরাট যেভাবে যে কোনও উইকেট সেলিব্রেট করে।‘
এরপর আরও হাসতে থাকেন উপস্থিত ফ্যানরা। এরপর বিরাট বলেন, ‘আসলে এগুলো মাঠে ওই মুহূর্তে ঘটে যায়। পরে আমার নিজের দেখলেই লজ্জা লাগে।‘ বিরাটের প্রায় প্রতি ম্যাচেই মাঠে উপস্থিত থাকেন বলিউড অভিনেত্রী। সেই জন্যই বিরাটের সমস্ত পদক্ষেপ ভালোভাবেই জানেন অনুষ্কা।
সেই জন্যই নিখুঁত অভিনয় করে দেখান বলিউড অভিনেত্রী। বিরাট আরও জানিয়েছেন অনুষ্কা ক্রিকেট নিয়ে সিনেমা করার পর থেকে আসলে বুঝতে পেরেছেন একজন ক্রিকেটারের জীবন সত্যি কতখানি চ্যালেঞ্জিং হয়। ক্রিকেটের সব নিয়ম নাকি শিখে গিয়েছেন বিরাটের স্ত্রী।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে ইংল্যান্ডে গিয়ে নতুন জার্সি পরে নেমে গিয়েছেন বিরাট-শার্দূলরা। বিসিসিআই যে চারটি ছবি পোস্ট করেছে, তাতে ক্রিকেটারদের মধ্যে শার্দুল ঠাকুর এবং উমেশ যাদবকে দেখা গিয়েছে। রাহুল দ্রাবিড়, দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে শার্দুল ঠাকুর, উমেশ যাদবদের দেখা গিয়েছে ওই ছবিতে। তাঁরা সবাই ভারতের নয়া প্র্যাকটিস কিট পরেছিলেন। সেই পোস্টে বিসিসিআই লেখে, ‘টিম ইন্ডিয়ার নয়া ট্রেনিং কিট। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রস্তুতি শুরু করেছে।‘
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল
ভারতের টেস্ট স্কোয়াড ডব্লিউটিসি ফাইনাল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কে এল রাহুল, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকট।