Advertisement

Anwar Ali: আনোয়ারকে সই করিয়ে বিরাট শাস্তি, ট্রান্সফার ব্যান ইস্টবেঙ্গলের, নির্বাসিত ডিফেন্ডারও

আনোয়ার আলিকে নিয়ে বড় আপডেট। মঙ্গলবার সকালে রায় জানিয়ে দিল এআইএফএফ প্লেয়ার স্টেটাস কমিটি। মোহনবাগানের সঙ্গে চুক্তি ভঙ্গ করে ইস্টবেঙ্গলে সই করায় ৪ মাসের জন্য ব্যান হলেন ভারতীয় দলের ডিফেন্ডার। সঙ্গে বড় শাস্তির মুখে পড়ল ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি-ও। পাশাপাশি বিরাট অঙ্কের জরিমানাও তুলে দিতে হবে মোহনবাগান সুপার জায়েন্টের হাতে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে তারা। 

anwar alianwar ali
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2024,
  • अपडेटेड 10:47 AM IST

আনোয়ার আলিকে নিয়ে বড় আপডেট। মঙ্গলবার সকালে রায় জানিয়ে দিল এআইএফএফ প্লেয়ার স্টেটাস কমিটি। মোহনবাগানের সঙ্গে চুক্তি ভঙ্গ করে ইস্টবেঙ্গলে সই করায় ৪ মাসের জন্য ব্যান হলেন ভারতীয় দলের ডিফেন্ডার। সঙ্গে বড় শাস্তির মুখে পড়ল ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি-ও। পাশাপাশি বিরাট অঙ্কের জরিমানাও তুলে দিতে হবে মোহনবাগান সুপার জায়েন্টের হাতে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে তারা। 

কী কী শাস্তির কথা ঘোষণা করল প্লেয়ার স্টেটাস কমিটি?
আনোয়ারের চার মাসের ব্যানের পাশাপাশি আইএসএল শুরুর মুখে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। তাদের দু'টি ট্রান্সফার উইন্ডো ব্যান হল। অর্থাৎ জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ও পরের মরসুমে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে কোনও ফুটবলার সই করাতে পারবে না লাল-হলুদ ক্লাব। অর্থাৎ শুধু এই মরসুম নয়, পরের মরসুম শুরুর আগেও কোনও ফুটবলার সই করাতে পারবে না তারা। এই ধরনের শাস্তিকে নজীরবিহীন বলেই মনে করছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। একই শাস্তি পেয়েছে দিল্লি এফসি-ও। শুধু তাই বড় অঙ্কের আর্থিক জরিমানাও দিতে হবে তাদের। 

কত টাকা জরিমানা দিতে হবে?
প্লেয়ার স্টেটাস কমিটি ১২ কোটি ৯০ লক্ষ টাকা দিতে বলেছে মোহনবাগানকে। যা সত্যি ভারতীয় ফুটবলের নিরিখে বিরাট অঙ্কের জরিমানা। শাস্তি হতে চলেছে ধরে নিয়ে কিছুদিন আগেই এর বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়ে রেখেছিল ইস্টবেঙ্গল। এবার সেই আপিল তারা করেন কিনা সেটাই এখন দেখার। 

আরও পড়ুন

এবারের আইএসএল-এ খেলবেন আনোয়ার?
আইএসএল শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। এর মধ্যে ৪ মাসের ব্যান হওয়ার অর্থ ফেব্রুয়ারি মাস অবধি খেলতে না পারা। ইস্টবেঙ্গল যদি প্লে অফে যেতে পারে তা হলে হয়ত দু একটা ম্যাচ খেলার সুযোগ আসতে পারে ভারতীয় দলের ডিফেন্ডারের সামনে। আর তা না হলে, এ মরসুমে আর খেলাই হবে না আনোয়ারের। আর এমনটা হতে পারে আঁচ করেই হয়ত আনোয়ারকে এখনও রেজিস্টার করায়নি ইস্টবেঙ্গল। ব্যান কাটিয়ে ফেরত আসতে পারলে তবেই নতুন করে তাঁর রেজিস্ট্রেশন করানো হবে। 
         

Advertisement
Read more!
Advertisement
Advertisement