Advertisement

FIFA World Cup 2022: বিশ্বকাপ জিতে এমবাপেকে কী বলেছিলেন মার্টিনেজ? মেসিদের গোলকিপার বললেন...

২০২২ কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) ফাইনাল ম‍্যাচের পর থেকেই বিভিন্ন কারণে শিরোনামে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martibez) এবং ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) ঠান্ডা লড়াই। বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ফরাসি তারকা এমবাপেকে নিয়ে একের পর এক মজা করে চলেছেন মার্টিনেজ। 

মার্টিনেজ ও এমবাপে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Mar 2023,
  • अपडेटेड 10:56 PM IST

২০২২ কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) ফাইনাল ম‍্যাচের পর থেকেই বিভিন্ন কারণে শিরোনামে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martibez) এবং ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) ঠান্ডা লড়াই। বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ফরাসি তারকা এমবাপেকে নিয়ে একের পর এক মজা করে চলেছেন মার্টিনেজ। 

টাইব্রেকারে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ জেতার পর মার্টিনেজকে দেখা যায় এমবাপের কাছে গিয়ে কিছু বলতে। ঠিক কী বলেছিলেন বিশ্বকাপে তারকা হয়ে ওঠা গোলরক্ষক? সেই নিয়ে আগ্রহ জাগে ফুটবল প্রেমীদের মধ‍্যে। আর এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং মার্টিনেজ। নিজেই জানালেন ঠিক কী বলেছিলেন তিনি। 

আরও পড়ুন:শেষ টেস্টে জিততেই হবে ভারতকে, দলে ফিরছেন তারকা ফাস্ট বোলার?

এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন," আমি ওকে বলেছিলাম হতাশ না হয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়তে। কারণ, ও বিশ্বকাপ ফাইনালে যা খেলেছিল তাতে ওর গর্বিত হওয়া উচিত ছিল। চার বার আমাকে পরাস্ত করেছিল এমবাপে। উল্টে আমারই লজ্জিত হওয়া উচিত ছিল। ওর নয়। সেটাই ওকে বলেছিলাম।" 

আরও পড়ুন: সঙ্গিনী থাকতেও বিশ্বকাপের সময় ব্লগারের সঙ্গে রাত কাটান রোনাল্ডো?

এমবাপের মতো দেখতে পুতুল হাতে নিয়ে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন কিওনেল মেসির দলের গোলরক্ষক। যদিও মারটিনেজের দাবি, তিনি ফরাসি তারকাকে দারুণ সম্মান করেন। কিছুক্ষণ সেই পুতুল হাতে নিলেও পরে তা ফেলে দেন বলেই দাবি মার্টিনেজের। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন," ‘আমি পুতুলটা ২ মিনিট ধরেছিলাম। তার পর ফেলে দিয়েছিলাম। আমি কীভাবে এমবাপেকে নিয়ে মস্করা করব? ও আমাকে চার বার পরাস্ত করেছিল। এমবাপেকে আমি খুব সম্মান করি।"

আরও পড়ুন; নতুন মরশুমেও ইনভেস্টর খুঁজতে হবে ইস্টবেঙ্গলকে? কী এমন হল

বিশ্বকাপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পায় আর্জেন্টিনা। হ্যাটট্রিক করলেও দলের হার রুখতে ব্যর্থ হন এমবাপে। পেনাল্টিতে দুর্দান্ত সেভ করে বায়ক বনে যান মার্টিনেজ। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement