বাংলার কোচের দায়িত্ব ছাড়ার কথা সিএবিকে জানিয়ে দিলেন অরুণ লাল। মঙ্গলবার ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলকে তাঁর দায়িত্ব ছাড়ার কথা মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন। আপাতত পরিবারকে সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বাংলার 'প্রাক্তন' কোচ। কোনও চাপের কাছে নত হয়ে দায়িত্ব ছাড়ার কথা উড়িয়ে দিয়েছেন বছর সাতষট্টির অরুণ লাল। তবে ভবিষ্যতে ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। তবে তা অবশ্যই মেন্টর হিসেবে, কোচ হিসেবে নয়। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। চলতি রঞ্জি মরসুমে বাংলা দলের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর থেকেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বইতে থাকে। কোচের সঠিক পরিকল্পনার অভাব নিয়ে কথা উঠেছিল। কিছুদিন আগে বাংলা দলের ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরনদের সঙ্গে আলোচনায় বসেছিল সিএবির কর্তারা। সেই মিটিংয়ে কোচ অরুনলালকে ডাকা হয়নি।
তারপরই কোচ অরুনলালকে ঘিরে জল্পনা তৈরি হয়। যার ফলে মঙ্গলবার অরুণ লাল মৌখিকভাবে কোচের পদ থেকে সরে দাড়ানোর কথা জানিয়ে দিয়েছেন। আপাতত এই পরিস্থিতি নিয়ে সিএবি কোনও বিবৃতি দেয়নি। নতুন মরশুমে নতুন কোচের সন্ধান করতে হবে সিএবিকে। সেই তালিকায় এখন অনেক নতুন মুখ। কিছুদিন আগেই দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহাকে বিয়ে করেছেন অরুণ লাল। নতুম বিয়ে হলেও বউয়ের সঙ্গে হানিমুনে যাওয়া হয়নি অরুণ লালের। বাংলা দলের রঞ্জি ট্রফির ম্যাচ থাকায় সস্ত্রীক বেঙ্গালুরুতে চলে যান অরুণ লাল।
আরও পড়ুন: রয় কৃষ্ণ-উইলিয়ামসদের বিকল্প কে? হন্যে হয়ে খুঁজছে ATK মোহনবাগান
আরও পড়ুন: সৌরভ-সচিনের রেকর্ড ছুঁতে মাত্র ৬ রান দরকার রোহিত-ধাওয়ানের
অরুণ লাল তাঁর গত বছর চারেকের বাংলা দলের দায়িত্বে ছিলেন। এই সময়ের মধ্যেই একবার দলকে রঞ্জি ট্রফির ফাইনালে তুলেছিলেন। এ বছর তিনি বাংলাকে নিয়ে যান সেমিফাইনালে। দলের মধ্যে লড়াকু মেজাজ তৈরি করেছেন অরুণ লাল। বাংলার বোলিং আক্রমনকে দেশের সেরা হিসেবে তুলে ধরেছেন। সব মিলিয়ে কোচ অরুনলালের ইনিংস যথেষ্ট ঘটনাবহুল।