Advertisement

Asian Games 2023: এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারত

সোনা জিতল ভারতের ক্রিকেট দল। ১০২ তম পদক জিতল ভারত। বৃষ্টির জন্য গোটা ম্যাচ খেলা হয়নি। র‍্যাঙ্কিং-এর বিচারে সোনা জেতে রুতুরাজ গায়কোয়াড়রা। এর আগে মহিলা দলও সোনা জিতেছিল।

সোনা জিতল ভারতসোনা জিতল ভারত
Aajtak Bangla
  • 07 Oct 2023,
  • अपडेटेड 4:26 PM IST

সোনা জিতল ভারতের ক্রিকেট দল। ১০২ তম পদক জিতল ভারত। বৃষ্টির জন্য গোটা ম্যাচ খেলা হয়নি। র‍্যাঙ্কিং-এর বিচারে সোনা জেতে রুতুরাজ গায়কোয়াড়রা। এর আগে মহিলা দলও সোনা জিতেছিল।

শুধুমাত্র আফগানিস্তানই ব্যাট করে। ১৮.২ ওভার খেলা হয়েছে। ৫ উইকেট হারিয়ে ১১২ রান করেছে এই অবস্থায় ম্যাচ আর হয়নি। ক্রিকেটে সোনার পদক জিতেছে ভারত। ম্যাচটি বাতিল হয়ে যায়। ভারতীয় দল যেহেতু র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের চেয়ে এগিয়ে ছিল, তাই সোনা পেয়েছে। বৃষ্টির কারণে ব্যাট করার সুযোগ পায়নি ভারতীয় দল। একটা সময় মনে করা হয়েছিল এশিয়ান গেমসের ক্রিকেট ফাইনাল ৫ ওভারের লক্ষ্য অর্জন করতে হবে, যেখানে ৪০ রানের কাছাকাছি করতে হত ভারতীয় দলকে। ম্যাচের শুরুতেও বৃষ্টি হয়েছিল। ফলে ম্যাচ কিছুটা পরে শুরু হয়। 
যদিও তাতে ম্যাচ পুরো করা যায়নি। ভারতীয় দল যদিও শুরু থেকেই ভাল জায়গায় ছিল। ফলে ম্যাচ হলেও ভারতীয় দল জেতার মত জায়গায় থাকতে পারত। তবে ম্যাচ না হওয়ায় তা আর হয়নি। ৯ রানের মাথায় আর্শদীপ সিং মহম্মদ শাহজাদকে (৪) আউট করেন। শিবম দুবে প্রথমে আউট করেন জুবাইদ আকবরিকে (৫)। আফগানিস্তান ৩.২ ওভারে ১২ রানে  ৩ উইকেট হারিয়ে ফেলে। নূর আলী জাদরান (১) রানে আউট হন। ৩ উইকেট হারানোর পর আফগানিস্তান কিছুটা লড়াই শুরু করে। ৮ ওভারে আফগানিস্তান করে ৩৯ রান। শহীদুল্লাহ কামাল (১৩), অফিসার জাজাই (১৪) রয়েছেন।

টিম ইন্ডিয়া প্লেয়িং ইলেভেন: যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, রবি শ্রীনিবাসন সাই কিশোর, আরশদীপ সিং।

আরও পড়ুন

আফগানিস্তান (প্লেয়িং ইলেভেন): জুবাইদ আকবরী, মহম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নূর আলী জাদরান, শহীদুল্লাহ কামাল, আফসার জাজাই, করিম জানাত, গুলবাদিন নায়েব (অধিনায়ক), শরফুদ্দিন আশরাফ, কায়েস আহমেদ, ফরিদ আহমেদ মালিক, জহির খান।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement