Advertisement

ATK Mohun Bagan: দিমিত্রি-হুগোর গোলে সেমিফাইনালে মোহনবাগান, চিন্তা বিশালের চোট

ঘরের মাঠে কলিঙ্গবধ। ওড়িশা এফসি-কে ২-০ গোলে হারিয়ে আইএসএল-এর সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। দুটি গোলের একটি এল হুগো বুমোসের পা থেকে। আরেকটি করলেন দিমিত্রি পেত্রাতোস।  

দিমিত্রি পেত্রাতোস ও হুগো বুমোস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2023,
  • अपडेटेड 11:31 PM IST
  • সেমিফাইনালে মোহনবাগান
  • ওড়িশা এফসিকে হারিয়ে দিল সবুজ-মেরুন

ঘরের মাঠে কলিঙ্গবধ। ওড়িশা এফসি-কে (Orissa FC) ২-০ গোলে হারিয়ে আইএসএল-এর (ISL) সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। দুটি গোলের একটি এল হুগো বুমোসের (Hugo Boumos) পা থেকে। আরেকটি করলেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)।  

শনিবার ঘরের মাঠে দারুণ শুরু করেছিল মোহনবাগান। প্রথমার্ধেই গোল পেয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরও একটা গোল করে দলের সমর্থকদের আশ্বস্ত করেন দিমিত্রি পেত্রাতোস। প্রথম গোল খাওয়ার আগে অবধি বেশকিছু আক্রমণ তুলে আনে ওড়িশা এফসি। যদিও এরপর খেলার রাশ নিজেদের হাতে তুলে নেয় মোহনবাগান। ফলে ম্যাচ জিততে সমস্যায় পড়তে হয়নি তাদের। ৩৬ মিনিটে গোল করেন বুমোস। ডানদিক থেকে পেত্রাতোসের নেওয়া কর্নার ভেসে আসে বক্সের মধ্যে। সেই বল কার্যত বিনা বাধায় পেয়ে যান মনবীর সিং। যদিও সেখান থেকে গোল হত না। বুদ্ধিমত্তার সঙ্গে সেই বল ফাঁকায় থাকা সতীর্থ বুমোসের কাছে ফ্লিক পাস করেন তিনি। সহজেই সেই বল গোলের মধ্যে রাখেন তারকা ফুটবলার।  

আরও পড়ুন: খেলার মাঝেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন মোহনবাগান গোলরক্ষক, মাঠে অ্যাম্বুলেন্স

দ্বিতীয়ার্ধে চাপ আরও বাড়াতে থাকে মোহনবাগান। ৫৬ মিনিটের মাথায় আবারও গোল পেয়ে যায় জুয়ান ফেরান্দোর ছেলেরা। ট্যাকেল করে ওড়িশার ফুটবলারের পা থেকেই বল ছিনিয়ে নেন কার্ল ম্যাকহিউ। সেখান থেকে বল পান বুমোস। ডান প্রান্ত ধরে এগিয়ে ফের ম্যাকহিউকেই বল দেন বুমোস। তিনি সেই বল দেন পেত্রাতোসকে। গোলরক্ষকের নাগাল এড়িয়ে বাঁদিকের কোণ ঘেঁষে বল জালে জড়িয়ে দেন মোহনবাগানের অস্ট্রেলীয় স্ট্রাইকার। 

ম্যাচ জিতলেও মোহনবাগানকে চিন্তায় রাখবে তাদের গোলরক্ষক বিশাল কাইতের চোট। ম্যাচ চলাকালীন হঠাৎ চোট পেয়ে অজ্ঞান হয়ে মাঠেই পড়ে গেলেন এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইত। মাঠের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। ছুটে আসেন সকলেই। মাঠে ঢুকিয়ে দেওয়া হয় অ্যাম্বুলেন্সও। ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্লে অফের ম্যাচে দেখা গেল এমন দৃশ্য। যা দেখে শিউরে উঠেছেন ফুটবল ফ্যানরা।

Advertisement

আরও পড়ুন: ম্যাচের মাঝপথে দল তুলে নেওয়ার কী শাস্তি হতে পারে কেরল ব্লাস্টার্সের?

ম্যাচের বয়স তখন ৫৯ মিনিট। সেই সময়ই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আর মাঠে নামানো হয়নি বিশালকে। তুলে নেওয়া হয় মোহনবাগান গোলরক্ষককে। তাঁর জায়গায় মাঠে নামানো হয় পরিবর্ত গোলরক্ষক আর্শ আনোয়ারকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিশালকে।

সূত্রের খবর এখন কিছুটা সুস্থ রয়েছেন এটিকে মোহনবাগান গোলরক্ষক। তবে কবে তিনি মাঠে ফিরতে পারবেন তা নিয়ে সংশয় থাকছেই। সেমিফাইনালে আরও দুটো ম্যাচ খেলবে তারা। সেখানে বিশালকে পাওয়া যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement