Advertisement

ATK Mohun Bagan: পরপর ম্যাচ, নৌসেনার বিরুদ্ধে নামার আগে ডুরান্ডের সূচি নিয়ে ক্ষুব্ধ জুয়ান

মঙ্গলবার সকালের অনুশীলনে পুরো দলকে সতর্ক করে দিয়েছেন সবুজ-মেরুন কোচ। দুটো কার্ড দেখায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে হুগো বুমোস খেলতে পারবেন না। ফরাসি ফুটবলারের অনুপস্থিতির কারণে দলের ফর্মেশন নতুন করে সাজাতে হবে।

জুয়ান ফেরান্দো জুয়ান ফেরান্দো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2022,
  • अपडेटेड 11:33 PM IST
  • বুধবার নেভির বিরুদ্ধে ম্যাচ
  • সূচী নিয়ে ক্ষুব্ধ জুয়ান

একাধিক সুযোগ তৈরি করেও গোল আসছে না। গত তিনটে ম্যাচে এই খামতিটাই তাড়িয়ে বেড়াচ্ছে জুয়ান ফেরান্দোকে (Juan Ferrando)। বুধবার ভারতীয় নৌসেনা দলের বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ডুরান্ড কাপে (Durand Cup) পরের পর্বে যাওয়ার অঙ্ক এখন বেশ জটিল। ডার্বি জয় সেই দৌড়ে টিকে থাকার প্রয়োজনীয় অক্সিজেন দিয়েছে। কিন্তু নৌসেনার (Indian Navy) বিরুদ্ধে সামান্য অঘটন ঘটলে টিকে থাকার আশাটাই শেষ হয়ে যাবে। 

মঙ্গলবার সকালের অনুশীলনে পুরো দলকে সতর্ক করে দিয়েছেন সবুজ-মেরুন কোচ। দুটো কার্ড দেখায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে হুগো বুমোস খেলতে পারবেন না। ফরাসি ফুটবলারের অনুপস্থিতির কারণে দলের ফর্মেশন নতুন করে সাজাতে হবে। তবে তা নিয়ে জুয়ান ফেরান্দো বাড়তি চিন্তিত নন। জুয়ান বলেন,“আমার হাতে ২৫জন ফুটবলার রয়েছেন। তারা প্রত্যেকেই প্রস্তুত। জনি কাউকো,ফ্লোরেন্টিন পোগবা, 
কার্ল ম্যাকহিউ, লিস্টন কোলাসো, কিয়ান নাসিরি সকলেই দলের জন্য খুব গুরুত্বপূর্ন। তাই সকলের প্রতি আমার আস্থা রয়েছে।“ মাত্র আটচল্লিশ ঘণ্টার মধ্যে এই আদ্রতা, গরমে পরপর দুটো ম্যাচ খেলা সমস্যার রয়েছে। তবে তা নিয়ে অজুহাত তুলতে চান না জুয়ান। বরং পরিস্থিতির সঙ্গে মানিয়ে লক্ষ্যপূরণে স্থির থাকতে চান তিনি।

এটিকে মোহনবাগান দল

আরও পড়ুন  রেকর্ডে ধোনি-বিরাটকে টপকে যাবেন রোহিত, হংকংকে হারালেই
 
ডার্বি জিতলেও প্রস্তুতিতে খামতি রাখেননি এটিকে মোহনবাগান। দলকে গড়ে তোলার কাজ করছেন জুয়ান। জয় তুলে নেওয়ার পর ধাপে ধাপে লক্ষ্যস্থির করতে চায় সবুজ-মেরুন ক্লাব। প্রতিটি ম্যাচে উন্নতি না করলে সাফল্য ধরে রাখা যায় না বলে মনে করেন জুয়ান ফেরান্দো। তিনি বলেন, “আমি চিন্তিত হতাম যদি ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে না থাকত বা ফুটবলাররা গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হত। মরশুম সবে শুরু হয়েছে। তবে ভুল ত্রুটি শুধরে নিতে হবে। আশা করি, সঠিক সময়ে আমরা ক্ষমতার শীর্ষে পৌছব।”

Advertisement

আরও পড়ুন

শুভাশিস বসু

আরও পড়ুন  রেকর্ডে ধোনি-বিরাটকে টপকে যাবেন রোহিত, হংকংকে হারালেই
 
প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভি সম্পর্কে সচেতন তিনি। সমীহর সুর তাঁর গলায়। জুয়ান বলেন,“ইন্ডিয়ান নেভির খেলা আমি দেখেছি। দল হিসেবে শক্তিশালী। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওরা ড্র করেছে। সংঘবদ্ধ ফুটবল খেলে। দ্রুত আক্রমণে উঠে আসে। তাই সতর্ক থাকতে হবে।” প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন,“আমাদের ওপর চাপ অনেক বেশি। তিন পয়েন্ট পেতেই হবে। তা হলেই শেষ আটে যাওয়ার সুযোগ থাকবে। আমাদের লক্ষ্য জয় নিশ্চিত করেই শেষ আটের ভাবনা শুরু করা।”

Read more!
Advertisement
Advertisement