Advertisement

ATK Mohun Bagan: পরের মরশুমেও ফেরান্দোকেই কোচ রাখতে পারে ATK Mohun Bagan

হারলেও হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) উপরেই আস্থা রাখছেন সবুজ-মেরুন কর্মকর্তারা। শোনা যাচ্ছে, আগামী মরশুমেও কোচ থাকছেন হুয়ানই। দায়িত্ব নেওয়ার পর থেকেই দারুণ কাজ করতে শুরু করেন হুয়ান। আন্তোনিও লোপেজ হাবাসের অধিনে ডার্বির প্রথম লেগে জিতলেও মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৫-১ গোলে হেরে যায় এটিকে মোহনবাগান। এরপর আবারও জামসেদপুর এফসি-র বিরুদ্ধে ২-১ গোলে হেরে বসে তারা। চেন্নাইয়েন এফসি-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র এবং বেঙ্গালুরুর বিরুদ্ধেও ৩-৩ গোলে ড্র করার পর দায়িত্ব থেকে সরান হয় আইএসএল-এর অন্যতম সেরা কোচকে। 

হুয়ান ফেরান্দো। ছবি সৌজন্যে: আইএসএল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2022,
  • अपडेटेड 9:25 AM IST
  • পরের মরশুমেও ফেরান্দোই কোচ
  • ১৪ ম্যাচ অপরাজিত ছিলেন ফেরান্দো

সেমিফাইনালের দ্বিতীয় লেগে দারুণ খেলে ম্যাচ জিতলেও আইএসএল-এর ফাইনালে যাওয়া হয়নি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। প্রথম লেগে ৩-১ গোলে হারের পর দ্বিতীয় লেগে সরাসরি জিততে হলে দুই গোল দিতে হত এটিকে মোহনবাগানকে। একটাও গোল না খেয়ে দুই গোল দিতে পারলে খেলা গড়াত এক্সট্রা টাইমে। শুরু থেকেই দারুণ খেললেও লক্ষ্যে পৌঁছতে পারেনি হুয়ান ফেরান্দোর দল। একের পর এক গোলের সুযোগ মিস করেন লিস্টন কোলাসো (Liston Colaco), রয় কৃষ্ণরা (Roy Krishna)।

পরের মরশুমেও কোচ থাকতে পারেন ফেরান্দো

হারলেও হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) উপরেই আস্থা রাখছেন সবুজ-মেরুন কর্মকর্তারা। শোনা যাচ্ছে, আগামী মরশুমেও কোচ থাকছেন হুয়ানই। দায়িত্ব নেওয়ার পর থেকেই দারুণ কাজ করতে শুরু করেন হুয়ান। আন্তোনিও লোপেজ হাবাসের অধিনে ডার্বির প্রথম লেগে জিতলেও মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৫-১ গোলে হেরে যায় এটিকে মোহনবাগান। এরপর আবারও জামসেদপুর এফসি-র বিরুদ্ধে ২-১ গোলে হেরে বসে তারা। চেন্নাইয়েন এফসি-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র এবং বেঙ্গালুরুর বিরুদ্ধেও ৩-৩ গোলে ড্র করার পর দায়িত্ব থেকে সরান হয় আইএসএল-এর অন্যতম সেরা কোচকে। 

লিগের মাঝপথে দায়িত্ব নিয়েও লিগের শেষ ম্যাচের আগে একটাও ম্যাচ হারেননি ফেরান্দো। টানা ১৪ ম্যাচ অপরাজিত থেকে সেমিফাইনালে ওঠেন কৃষ্ণ, প্রবীররা। তবে সেমিফাইনালে প্রথম লেগেই ডিফেন্সের ভুলে তিন গোল খেয়ে বসে ফেরান্দোর ছেলেরা। সেখান থেকে দ্বিতীয় লেগে লড়াই করেও ফিরে আসা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। 

আরও পড়ুন: বিরাট টপকে বাবর-রুট-রোহিতরা, সেঞ্চুরি-বিশ্বে কাদের রাজ?

এবার লক্ষ্য এএফসি কাপ
এএফসি কাপ শুরু হতে খুব বেশিদিন দেরী নেই। কিছু দিনের মধ্যেই হয়ত নতুন লক্ষ্য নিয়ে কাজে নেমে পড়বেন ফেরান্দো। তবে তার আগে ফুটবলারদের যথেষ্ট বিশ্রাম নেওয়া প্রয়োজন বলে মনে করেন এটিকে মোহনবাগান কোচ। দ্রুত প্রস্তুতি শুরু করে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। সমর্থকদের মুখে হাসি ফোটাতে ফের সবটা উজাড় করে দিতে চান দলের ফুটবলাররা।      
           

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement