Advertisement

ATK Mohun Bagan AFC Inter Zonal Semi Final: সোম-মঙ্গল মিলবে ATK মোহনবাগানের AFC ম্যাচের টিকিট, কীভাবে পাবেন?

এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচের টিকিট পাওয়া যাবে সোমবার দুপুর থেকে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। মঙ্গলবারও একই সময় থেকে টিকিট দেওয়া হবে ক্লাব থেকে। 

এটিকে মোহনবাগান দল (এটিকে মোহনবাগান) এটিকে মোহনবাগান দল (এটিকে মোহনবাগান)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2022,
  • अपडेटेड 1:57 PM IST
  • সোমবার থেকে পাওয়া যাবে টিকিট
  • টিকিটের দাম ৫০ টাকা

এএফসি ইন্টারজোনাল (AFC Inter Zonal) সেমিফাইনালে বুধবার খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। কলকাতাতেই অনুষ্ঠিত হবে এই ম্যাচ।  প্রতিপক্ষ কুয়ালালামপুর এফসি। সোমবার দুপুর থেকে শুরু হবে টিকিট বিক্রি। 

কীভাবে পাবেন টিকিট

এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচের টিকিট পাওয়া যাবে সোমবার দুপুর থেকে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। মঙ্গলবারও একই সময় থেকে টিকিট দেওয়া হবে ক্লাব থেকে। 

আরও পড়ুন

টিকিটের দাম
এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৫০ টাকা। সোম এবং মঙ্গলবার দুই দিনই দুপুর ১২টা থেকে ৬টা অবধি টিকিট দেওয়া হবে। সদস্যদের একটি করে টিকিট বিনামুল্যে দেওয়া হবে। তবে মঙ্গলবার কার্ড দেখিয়ে সেই টিকিট সংগ্রহ করতে হবে। 

দারুণ সুযোগ এটিকে মোহনবাগানের সামনে
ইন্টার জোনাল সেমিফাইনালে জিততে পারলে এএফসি কাপের ফাইনালে খেলার সুযোগ থাকবে এটিকে মোহনবাগানের কাছে। আর সেই জন্যই এই ম্যাচে জিততে মরিয়া তারা। ভিসা সমস্যা কাটিয়ে শহরে পৌঁছে গিয়েছে কুয়ালালামপুর এফসি। ফিফার ব্যানের কথা জানতে পেরে শুরুতে তারা ভিসার জন্য আবেদন করেননি। ফলে ভিসা পেতে সমস্যা হয়েছিল তাঁদের। অনিশ্চিত হয়ে পড়েছিল জুবভারতীতে তাঁদের খেলা। পঅরে সেই সমস্যা কাটিয়ে শহরে পৌঁছে গেল কুয়ালালামপুর এফসি।

অনুশীলনে মগ্ন এটিকে মোহনবাগান ফুটবলাররা (এটিকে মোহনবাগান)

 

গোল খাওয়া নিয়ে চিন্তা
ফরদিন আলি মোল্লা, কিয়ান নাসিরিরা গোলের মধ্যে ফিরেছেন। তবে গোল খাওয়ার রোগ এখনোও সারাতে পারেননি ফেরান্দো। নেভির বিরুদ্ধে গোল খেতে না হলেও, পরিবর্ত হিসেবে নামা গোলরক্ষক আর্শ আনোয়ার আউটিং-এ ভুল করছেন। ফলে বিপদ বাড়ছে। গোটা মরশুম পড়ে রয়েছে। এখনই গোলরক্ষক সমস্যা মেটাতে না পারলে সমস্যা হতে পারে। 

 
ডুরান্ড কাপে সমস্যায় এটিকে মোহনবাগান
ইমামি ইস্টবেঙ্গলকে হারানোর পরে ইন্ডিয়ান নেভিকে হারিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তবুও স্বস্তি পাচ্ছেন না জুয়ান ফেরান্দো। কারণ রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে হারের ফলে পরের রাউন্ডে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে এটিকে মোহনবাগানের। আজ ইন্ডিয়ান নেভি যদি রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে দিতে পারে তবেই পরের রাউন্ডে যেতে পারবেন হুগো বুমোসরা। তাই আজই পরিষ্কার হবে এটিকে মোহনবাগানের ডুরান্ড ভাগ্য। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement