Advertisement

ATK Mohun Bagan: বেন্ডনকে সই করিয়ে ডিফেন্স শক্তিশালী করছে ATK মোহনবাগান

হামিল শুধু রক্ষণ সামলান এমনটা নয়, আক্রমণ তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। জুয়ান ফেরান্দো আক্রমণাত্মক ফুটবল খেলতে ভালবাসেন। আর সেই কারণেই তাঁকে সই করান হয়েছে বলে জানালেন এটিকে মোহনবাগান কোচ। এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জুয়ান বলেন, ''হামিল শুধু রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণ তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই কারণেই ওর খেলা আমাদের দলকে সাহায্য করবে। অস্ট্রেলিয়ার লিগে আমি ওর খেলা দেখেছি। হামিলের অভিজ্ঞতা দলকে সাহায্য করবে।''

ব্রেন্ডন হামিলব্রেন্ডন হামিল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jun 2022,
  • अपडेटेड 11:57 AM IST
  • রক্ষণ মজবুত করল এটিকে মোহনবাগান
  • তিরির বদলে সই করলেন হামিল

অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ব্রেন্ডন হামিলকে (Brendan Hamill) সই করাল এটিকে মোহনবাগান (Atk Mohun Bagan)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান হয় এটিকে মোহনবাগানের পক্ষ থেকে। ২০১৪ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই ডিফেন্ডারকে দুই বছরের জন্য সই কারাল তারা। 

এশিয়া কোটার প্লেয়ার হিসাবেই হামিলকে সই করাল এটিকে মোহনবাগান। এর আগে ব্রেন্ডন হামিল অস্ট্রেলিয়ার দল মেলবোর্ন ভিক্টরির হয়ে খেলেছেন। গত মরশুমে অস্ট্রেলিয়ার লিগে দুই নম্বরে ছিল এই দল।

হামিল শুধু রক্ষণ সামলান এমনটা নয়, আক্রমণ তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। জুয়ান ফেরান্দো আক্রমণাত্মক ফুটবল খেলতে ভালবাসেন। আর সেই কারণেই তাঁকে সই করান হয়েছে বলে জানালেন এটিকে মোহনবাগান কোচ। এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জুয়ান বলেন, ''হামিল শুধু রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণ তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই কারণেই ওর খেলা আমাদের দলকে সাহায্য করবে। অস্ট্রেলিয়ার লিগে আমি ওর খেলা দেখেছি। হামিলের অভিজ্ঞতা দলকে সাহায্য করবে।''

আরও পড়ুন

ক্লাব কেরিয়ারে মেলবোর্ন হার্টের হয়ে ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত খেলেছেন এই ডিফেন্ডার। এরপরে কোরিয়ান লিগের ক্লাব সেওঙ্গনামের হয়ে খেলেছেন তিনি। পরে লোনে গাঙ্গওয়ানের হয়েও খেলেন তিনি। এরপরে ফের অস্ট্রেলিয়াতে ফিরে আসেন হামিল। পরের বছরে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে ২০১৪ থেকে ২০১৯ মরশুম পর্যন্ত খেলেন তিনি। এরপরের দুই বছর ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে খেলেছেন তিনি। এর পরে গত মরশুমে মেলবোর্ন ভিক্টোরির হয়ে খেলতে দেখা যায় তাঁকে। এবার সবকিছু ঠিকঠাক থাকলে সবুজ মেরুন জার্সি গায়ে এটিকে মোহনবাগানের রক্ষণ সামলাতে দেখা যাবে হামিলকে।

এটিকে মোহনবাগানে যোগ দিয়ে খুশি হামিলও। তিনি বলেন, ''সবুজ-মেরুন ক্লাবের একটা দারুণ ইতিহাস রয়েছে। দীর্ঘদিন ধরে এই ক্লাব ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছে। এই ক্লাবকে ট্রফি দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। শুনেছি কলকাতা ফুটবলের শহর। এই ক্লাবের লক্ষ লক্ষ সমর্থককে আনিন্দ দেওয়াই আমার লক্ষ্য হবে।''

Advertisement

Read more!
Advertisement
Advertisement