Advertisement

ATK Mohun Bagan: সুনীলের গোল, তবুও ATKMB-এর বিরুদ্ধে হারতে হল স্টিম্যাচের দলকে

প্রস্তুতি ম্যাচ হলেও হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। প্রথমার্ধে জনি কাউকোকে বেশ কয়েকবার ফাউল করেন ভারতীয় দলের ফুটবলাররা। তবে ম্যাচের পর আর সেই উত্তাপ ছিল না। 

ইগর স্টিম্যাচের সঙ্গে জুয়ান ফেরান্দো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2022,
  • अपडेटेड 7:54 PM IST
  • গোল পেলেন সুনীল
  • জিতল এটিকে মোহনবাগান

চনমনে সুনীল ছেত্রী, দারুণ সচল ভারতীয় দলের দুই উইং হাফ। তবুও এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে হেরেই গেল ইগর স্টিম্যাচের (Igor Stimac) ভারতীয় দল। ২-১ গোলে হেরে গেল তারা। তবে এটিকে মোহনবাগানের হয়ে দারুণ ফুটবল খেলেন লিস্টন কোলাসো। হ্যাটট্রিকও করতে পারতেন তিনি। তবে সুযোগ নষ্ট করায় তা আর হয়নি। 

ম্যাচের দুই অর্ধে দুই দল খেলিয়েছিলেন স্টিম্যাচ ও জুয়ান ফেরান্দো। যুবভারতীতে প্রথমার্ধেই সুনীলের করা গোলে এগিয়ে যায় ভারতীয় দল। পাঁচ মিনিটের মধ্যেই গোল শোধ করে দেন লিস্টন। এরপরে সবুজ মেরুনের হয়ে জয়সূচক গোল করেন কিয়ান নাসিরি। এবারের আইএসএল-এ এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে হ্যাটট্রিক করে সকলের নজর কেড়েছিলেন জামসেদ নাসিরির পুত্র কিয়ান। আবারও ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচের সামনে তাঁর দলকেই গোল দিলেন তিনি।

প্রস্তুতি ম্যাচ হলেও হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। প্রথমার্ধে জনি কাউকোকে বেশ কয়েকবার ফাউল করেন ভারতীয় দলের ফুটবলাররা। তবে ম্যাচের পর আর সেই উত্তাপ ছিল না। 

প্রথমার্ধে ভারতীয় দলে ছিলেন সুনীল ছেত্রী, উদান্তা সিং, আশিস রাই, গোলে গুরপ্রীত সিং সান্ধু। এটিকে মোহনবাগান দলে প্রথমার্ধে ছিলেন পাঁচ জন জাতীয় দলের তারকা। প্রীতম কোটাল, শুভাশিস বসু, মনবীর সিং, দীপক টাংরি ও লিস্টন কোলাসো। বিদেশী ছিলেন জনি কাউকো, তিরি ও কার্ল ম্যাকহিউ। দ্বিতীয়ার্ধে অবশ্য তরুণ ফুটবলারদের সুযোগ দেন জুয়ান। বিদেশীদের মধ্যে ছিলেন হুগো বুমোস, রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামস।

আরও পড়ুন: জল্পনার অবসান, ফের মোহনবাগানের সভাপতি হলেন টুটু বসু

আরও পড়ুন: ৯ বছর ঘরছাড়া, দিনমজুরিতে পেট চলত MI-এর কার্তিকেয়ার, রইল তাঁর গল্প

দ্রুত নিজের দল গুছিয়ে নিতে হবে ইগর স্টম্যাচকে। বুধবারের ম্যাচে কিছু সময় ভাল খেললেও দল একেবারে তৈরি ছিল তা বলা যাবে না। তবে এটিকে মোহনবাগানের পাঁচ ফুটবলার দলে যোগ দিলে দলটা আরও শক্তিশালী হতে পারে। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম প্রতিপক্ষ কম্বোডিয়া। জুন মাসের ৮ তারিখ এই ম্যাচ খেলতে নামবেন সুনীলরা। ১১ তারিখ আফগানিস্থানের বিরুদ্ধে খেলবে ভারত।   
        

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement