Advertisement

Cricketer Died: মাত্র ২৩ বছরেই ক্রিকেটারের মৃত্যু, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মধ্যেই শোকের খবর

ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) এখন অস্ট্রেলিয়া (Australia) সফরে রয়েছে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ জিতেছে ভারতীয় দল (Team India)। ফলে সমর্থকরা দারুণ খুশি। তবে এর মধ্যেই খবর সামনে এসেছে। যা হতবাক ক্রিকেট বিশ্বকে। ২৩ বছর বয়সী অস্ট্রেলিয়ান অলরাউন্ডার আদি ডেভ (Adi Dave) মারা গিয়েছেন। 

Adi DaveAdi Dave
Aajtak Bangla
  • ক্যানবেরা,
  • 28 Nov 2024,
  • अपडेटेड 11:06 AM IST

ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) এখন অস্ট্রেলিয়া (Australia) সফরে রয়েছে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ জিতেছে ভারতীয় দল (Team India)। ফলে সমর্থকরা দারুণ খুশি। তবে এর মধ্যেই খবর সামনে এসেছে। যা হতবাক ক্রিকেট বিশ্বকে। ২৩ বছর বয়সী অস্ট্রেলিয়ান অলরাউন্ডার আদি ডেভ (Adi Dave) মারা গিয়েছেন। 
ক্রিকেটারের মৃত্যুর কারণ জানা যায়নি
ক্রিকেটারের মৃত্যুর বিষয়টি ডারউইন ক্রিকেট ক্লাব ফেসবুক পেজে এক পোস্ট করেছে। সেখানে তারা লিখেছে, এই খবর। তবে ঠিক কী কারণে তরুণ এই ক্রিকেটারের মৃত্যু হল সে ব্যাপারে কিছুই জানানো হয়নি। ডেভ একজন দুর্দান্ত অলরাউন্ডার ছিলেন। বাঁহাতি স্পিন বোলিংয়ে ভালো ব্যাটারদের ফাঁদে ফেলতে তাঁর জুড়ি মেলা ভার। ডেভ প্রথম লাইমলাইটে আসেন ১৫ বছর বয়সে। ২০১৭ সালে, এই খেলোয়াড় ডেভিড ওয়ার্নার (David Warner) এবং স্টিভ স্মিথের (Steve Smith) সঙ্গে ইন্টার স্কোয়াডে একটি ম্যাচ খেলেছিলেন। এ সময় তিনি মাঠে নামার সুযোগ পান।

টেস্ট সিরিজে এগিয়ে ভারতীয় দল
টেস্ট সিরিজের (India vs Australia Test Series)  প্রথম ম্যাচটি পারথে অনুষ্ঠিত হয়েছিল, ভারতীয় দল সেই ম্যাচে ২৯৫ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দিন-রাতের এই টেস্টের আগেই এ দুঃসংবাদ প্রকাশ্যে এসেছে।
১০ বছর আগে আরও এক প্রতিশ্রুতিবান ক্রিকেটারকে হারিয়েছিল অস্ট্রেলিয়া
১০ বছর আগে, ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ান ক্রিকেট দল তাদের অন্যতম সেরা খেলোয়াড়কে হারিয়েছিল। তারকা ক্রিকেটার ফিল হিউজ (Phillip Hughes) ২০১৪ সালের ২৭ নভেম্বর মারা যান। ঘরোয়া ক্রিকেটে ব্যাট করতে গিয়ে মাথায় চোট পান ফিল হিউজ। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন অ্যাবটের (Sean Abbott) বলে মাথার পেছনের দিকে এসে লাগে। এর পর তিনি কোমায় চলে যান। তাঁকে দ্রুত হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

Advertisement
Read more!
Advertisement
Advertisement