Advertisement

CWG 2022, India vs Australia: CWG ফাইনালে ভারতকে ৯ রানে হারিয়ে, সোনা জিতল অস্ট্রেলিয়া

শুরুতে ব্যাট করতে নেমে ১৬১ রান করে অস্ট্রেলিয়ার মেয়েরা। দারুণ ব্যাট করেন বেথ মনি। ৪১ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল আটটা চার। ২৬ বলে ৩৬ রান করে আউট হন ক্যাপ্টেন মেগ ল্যানিং। ১৫ বলে ২৫ রান করে ফেরেন অ্যাশলে গার্ডনার। এছাড়া কেউই তেমন রান পাননি। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬১ রান করে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে দুটি করে উইকেট তুলে নেন রেনুকা সিং ও স্নেহ রানা। রাধা যাদব ও দীপ্তি শর্মা একটি করে উইকেট তুলে নেন।

উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Aug 2022,
  • अपडेटेड 1:17 AM IST
  • ক্রিকেটে সোনা জিতল অস্ট্রেলিয়া
  • ভারতকে হারাল ৯ রানে

কমনওয়েলথ ফাইনালে ভারতের (Indian Women Cricket Team) বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে ৯ রানে জিতল অস্ট্রেলিয়া (Australia)। সোনা জিতে নিল তারা। ভারতের মেয়েদের রুপো নিয়েই খুশি থাকতে হল। শুরু থেকেই নিজেদের আধিপত্য বজায় রেখেছিল অস্ট্রেলিয়া।

ম্যাচের আগে যদিও কিছুটা বিতর্ক হয়। কোভিড আক্রান্ত হওয়ার পরও অস্ট্রেলিয়ার ক্রিকেটার তাহিলা ম্যাকগ্রাথকে  (Tahlia Mcgrath) খেলার ছাড়পত্র দেয় কমনওয়েলথ আয়োজকরা। ভারতের বিরুদ্ধে কমনওয়েলথ গেমসের ফাইনালের আগে কোভিডের মৃদু উপসর্গ দেখা যায় তাঁর মধ্যে। ১০-১৫ মিনিট পরে হয় টস। 

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে কমনওয়েলথ হকিতে ব্রোঞ্জ জয় ভারতের মেয়েদের  

শুরুতে ব্যাট করতে নেমে ১৬১ রান করে অস্ট্রেলিয়ার মেয়েরা। দারুণ ব্যাট করেন বেথ মনি। ৪১ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল আটটা চার। ২৬ বলে ৩৬ রান করে আউট হন ক্যাপ্টেন মেগ ল্যানিং। ১৫ বলে ২৫ রান করে ফেরেন অ্যাশলে গার্ডনার। এছাড়া কেউই তেমন রান পাননি। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬১ রান করে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে দুটি করে উইকেট তুলে নেন রেনুকা সিং ও স্নেহ রানা। রাধা যাদব ও দীপ্তি শর্মা একটি করে উইকেট তুলে নেন।

আরও পড়ুন: ঋদ্ধিমানের পথেই সুদীপ, বাংলা ছেড়ে কোথায় খেলবেন ওপেনার?

জবাবে শুরু থেকেই উইকেট হারায় ভারত। ৭ বলে ১১ রান করে আউট হন শেফালি ভর্মা। ৭ বলে ৬ রান করে ফেরেন স্মৃতি মন্ধনাও। দলের হাল ধরেন জেমাইমা রডরিগস ও ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। জেমাইমা ও হরমনপ্রীত আউট হতেই আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতের মেয়েরা। ৩৩ বলে ৩৩ রান করে আউট হন জেমাইমা। ৪৩ বলে ৬৫ রান করে আউট হন হরমনপ্রীতও। তাঁর ইনিংসে ছিল ৭টা চার ও ২টো ছক্কা। ১৯ ওভার ৩ বলে ১৫২ রানে সব উইকেট হারায় ভারত। গার্ডনার একাই ৩ উইকেট তুলে নেন। দুটি উইকেট মেগানের। একটি করে উইকেট পান জোনাসেন ও ব্রাউন।          

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement