ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে সাত উইকেটে হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে চার নম্বরে নেমে গিয়েছিল তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের জায়গা করে নিতে হলে ভারতীয় দলকে বাকি ছয়টি ম্যাচের সব কটিতেই জিততে হবে। শুধু তাই নয়, অপেক্ষা করতে হবে বাকি দল গুলির হারের জন্য। এই পরিস্থিতিতে ভারতের মূল লড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ইনিংস ও ৩৯ রানে হেরে গিয়েছে অস্ট্রলিয়া। ফলে ১ নম্বর থেকে ২ নম্বরে নেমে গিয়েছেন প্যাট কামিন্সরা।
শুধু টেস্ট সিরিজ ড্র করাই নয়, শ্রীলঙ্কা এই ম্যাচ জিতে ভারত, পাকিস্তানকে টপকে তিন নম্বরে উঠে এল। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। তবে ভারত ও পাকিস্তানের থেকে শ্রীলঙ্কার পয়েন্টের পার্থক্য খুব বেশি নয়। গতবারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ভারত। এক নম্বরে উঠে এল দক্ষিণ আফ্রিকা। ফলে বদলে গেল গোটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল।
আরও পড়ুন: চোট, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI ম্যাচে নাও খেলতে পারেন বিরাট
কী ভাবে পৌঁছতে পারে ভারত?
ভারতীয় দলের হাতে রয়েছে ছয়টি ম্যাচ। এর মধ্যে চারটি খেলতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দুটি ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। একটা ম্যাচ হারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার অঙ্ক কঠিন হয়ে যাবে ভারতের কাছে। তবে শুধু সব কটা ম্যাচ জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে বাকি দল গুলোর দিকে। সব ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট হবে ৬৮.০৬ শতাংশ। এই পয়েন্ট নিয়ে ফাইনালে যাওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: বিলেতে চললেন উমেশ, মিডলসেক্সে কার জায়গায় খেলবেন KKR তারকা
ভারতের বাকি ম্যাচ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে চারটি ম্যাচ খেলবে ভারতীয় দল। এরপরে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। প্যাট কমিন্সেদের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজ ভারতেই অনুষ্ঠিত হওয়ায় কিছুটা সুবিধা পেতে পারেন রোহিত শর্মারা।