Advertisement

CWG 2022: প্রথমবার স্টিপলচেজে পদক ভারতের, রুপো জিতলেন অভিনাশ

কেনিয়ার অলিম্পিক এবং দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন কনসেলাস কিপ্রুতো ৮:৩৪.৯৬ সময় নিয়ে ষষ্ঠ স্থানে থেকে দৌড় শেষ করেন। অবিনাশ সাবলে, যিনি গত মাসে ওরেগনের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খুব খারাপ ফল করেছিলেন। ১১ নম্বরে শেষ করেছিলেন তিনি। এদিনও তাঁর শুরুটা যে খুব দ্রুত ছিল তা বলা কাবে না। ধীরগতিতে দৌড়ান শুরুর পরে, আলেকজান্ডার স্টেডিয়ামে তাঁর সামনে থাকা ব্লকগুলি দ্রুত এড়িয়ে দৌড়ে যেতে থাকেন তিনি। শেষে যদিও সোনা নয় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

অবিনাশ সাবলেঅবিনাশ সাবলে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2022,
  • अपडेटेड 7:15 PM IST
  • রুপো জিতলেন অবিনাশ
  • স্টিপলচেজে রুপো জিতলেন তিনি

শ্নিবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) স্টিপলচেজে (steeplechase) জাতীয় রেকর্ড ভেঙে রুপো জিতে নিলেন ভারতের অবিনাশ সাবলে (Avinash Sable)। শনিবার ৮:১১:২০ মিনিটে নিজের ইভেন্ট শেষ করেন তিনি। নিজেই নিজের রেকর্ড ভেঙে রুপো জিতলেন তিনি। এই বছরের শুরুতে ডায়মন্ড লিগে ৮:১২:৪৮ মিনিটে ইভেন্ট শেষ করেন তিনি। আর এবার ৩০০০ মিটার স্টিপলচেজ শেষ করলেন ৮:১১:২০ মিনিটে। 

অল্পের জন্য সোনা জিততে পারলেন না অবিনাশ

কেনিয়ার আব্রাহাম কিবিওত, ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথে রুপো জিতলেও এবার সোনা জিতে নিলেন। ভারতীয় অবিনাশের থেকে মাত্র .০৫ সেকেন্ড আগে ফিনিশিং লাইনে পৌঁছে যান তিনি। বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন আমোস সেরেম ব্রোঞ্জ জিতেছেন। তিনি ৮:১৬.৮৩ মিনিটে নিজের দৌড় শেষ করেন। তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন

শুরুটা ধীরে করেছিলেন তিনি

কেনিয়ার অলিম্পিক এবং দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন কনসেলাস কিপ্রুতো ৮:৩৪.৯৬ সময় নিয়ে ষষ্ঠ স্থানে থেকে দৌড় শেষ করেন। অবিনাশ সাবলে, যিনি গত মাসে ওরেগনের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খুব খারাপ ফল করেছিলেন। ১১ নম্বরে শেষ করেছিলেন তিনি। এদিনও তাঁর শুরুটা যে খুব দ্রুত ছিল তা বলা কাবে না। ধীরগতিতে দৌড়ান শুরুর পরে, আলেকজান্ডার স্টেডিয়ামে তাঁর সামনে থাকা ব্লকগুলি দ্রুত এড়িয়ে দৌড়ে যেতে থাকেন তিনি। শেষে যদিও সোনা নয় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

টোকিওর ব্যর্থতা কাটিয়ে উঠলেন অনিনাশ

টোকিও অলিম্পিক্সে নিজের জাতীয় রেকর্ড ভাঙলেও কোনও পদক পাননি অবিনাশ। ৮:১৮:১২ সময়ে শেষ করে ১৩ নম্বরে ছিলেন অবিনাশ। ৬ আগস্ট ২০২২ পর্যন্ত, টিম ইন্ডিয়া কমনওয়েলথ গেমস ২০২২-এর পদক তালিকায় ৫ নম্বরে রয়েছে। ভারত এখন পর্যন্ত মোট ২৮টি পদক জিতেছে, যার মধ্যে ৯টি সোনার পদকের পাশাপাশি ১০টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ জিতেছে ভারতীয় দল। মহিলাদের ক্রিকেটেও ইংল্যান্ডের মাটিতে তাদের ৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে তারা। অর্থাৎ ক্রিকেটেও মেডেল নিশ্চিত করে ফেলেছেন হরমনপ্রীতরা। ফলে সব মিলিয়ে এবারের কমনওয়েলথেও দারুণ খেলছে ভারত।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement