Advertisement

Arun Lal: ফের বিয়ে করছেন বাংলার কোচ ৬৬ বছরের অরুণলাল, পাত্রী কে?

অরুণলাল যদিও তাঁর বিয়ের ব্যাপারে বিশেষ কিছু বলতে চাননি। 'ব্যক্তিগত ব্যাপার' বলে গোটা বিষয়টাই এড়িয়ে গিয়েছেন। শোনা যাচ্ছে, অরুণলালের প্রথম স্ত্রী রীনারও এই বিয়েতে মত রয়েছে। পাশাপাশি রীনার শুশ্রূষার করতে চান বুলবুল। তবে ৬৬ বছর বয়সে এসে কেন এমন সিদ্ধান্ত নিলেন ময়দানের 'লাল জী' সেটা বোধহয় তিনিই সবচেয়ে ভাল বলতে পারবেন। কিন্তু এই বিষয় কথা বলতে একেবারেই রাজি নন তিনি।

অরুণ লাল ও তাঁর বান্ধবী বুলবুল সাহা অরুণ লাল ও তাঁর বান্ধবী বুলবুল সাহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2022,
  • अपडेटेड 1:04 PM IST
  • ৬৬ বছর বয়সে ফের বিয়ে করবেন অরুণলাল
  • বান্ধবী বুলবুলকে বিয়ে করবেন তিনি

৬৬ বছর বয়সে ফের বিয়ে করতে চলেছেন বাংলার ক্রিকেট দলের কোচ অরুণলাল (Arun Lal)। ২ মে তাঁর দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)-সুদীপ চট্টোপাধ্যায়দের হেডস্যার। তাঁর প্রথম স্ত্রী রীনা অসুস্থ। সেই কথা জানেন বুলবুলও। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিতে চলেছেন অরুণলাল। কলকাতাতেই হবে তাঁদের বিয়ের অনুষ্ঠান।

অরুণলাল যদিও তাঁর বিয়ের ব্যাপারে বিশেষ কিছু বলতে চাননি। 'ব্যক্তিগত ব্যাপার' বলে গোটা বিষয়টাই এড়িয়ে গিয়েছেন। শোনা যাচ্ছে, অরুণলালের প্রথম স্ত্রী রীনারও এই বিয়েতে মত রয়েছে। পাশাপাশি রীনার শুশ্রূষার করতে চান বুলবুল। তবে ৬৬ বছর বয়সে এসে কেন এমন সিদ্ধান্ত নিলেন ময়দানের 'লাল জী' সেটা বোধহয় তিনিই সবচেয়ে ভাল বলতে পারবেন। কিন্তু এই বিষয় কথা বলতে একেবারেই রাজি নন তিনি।

অরুনলালের বিয়ের কার্ড

দিল্লির হয়ে প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক করা অরুণলাল পরে কলকাতায় চলে আসেন। বাংলার হয়ে খেলতে থাকেন। ১৯৮৯-৯০ মরশুমে রঞ্জি জয়ী বাংলা দলের (Cricket Association of Bengal) সদস্য ছিলেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তাঁর করা ১৮৯ রানের ইনিংস মুগ্ধ করেছিল সকলকে। তবে এখানেই থেকে থাকেননি অরুণলাল। দিল্লির বিরুদ্ধে ফাইনাল ম্যাচেও ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। 

আরও পড়ুন

এতো গেল ক্রিকেট মাঠে লড়াইয়ের কথা। ২০১৬ সালে হঠাৎই চোয়ালের ক্যান্সারে আক্রান্ত হন অরুণলাল। সেখানেও হার মানেননি। মারণরোগকে হারানোই শুধু নয়, ফিরে এসেছেন ময়দানে। সাফল্যের সঙ্গেই কোচিং করাচ্ছেন বাংলা দলের। ২ মে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অরুণলাল। ফের বিয়ের পিড়িতে বসবেন তিনি।         

Advertisement
Read more!
Advertisement
Advertisement