Advertisement

Akash Deep: অভিষেকেই দীপোজ্জ্বল, আকাশকে নিয়ে বড় কথা বললেন কোচ লক্ষ্মীরতন

রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুতে খেলতে নেমেই দারুণ বল করে নজর কেড়েছেন বাংলার আকাশ দীপ (Akash Deep)। তাঁর আগুন ঝরানো বোলিং-এ দ্রুত প্রথম তিন উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড (India VS England)। আকাশ দীপ প্রথম ম্যাচে এমন সাফল্য পাওয়ায় একেবারেই অবাক নন বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। bangla.aajtak.in-কে তিনি জানিয়ে দিলেন, আকাশ দীপ পাঁচ উইকেট নেবেন। আকাশ দীপের এই কৃতিত্বে স্বাভাবিক ভাবেই দারুণ খুশি বাংলা দলের কোচ।

আকাশ দীপআকাশ দীপ
জাগৃক দে
  • কলকাতা,
  • 23 Feb 2024,
  • अपडेटेड 7:17 PM IST

রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুতে খেলতে নেমেই দারুণ বল করে নজর কেড়েছেন বাংলার আকাশ দীপ (Akash Deep)। তাঁর আগুন ঝরানো বোলিং-এ দ্রুত প্রথম তিন উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড (India VS England)। আকাশ দীপ প্রথম ম্যাচে এমন সাফল্য পাওয়ায় একেবারেই অবাক নন বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। bangla.aajtak.in-কে তিনি জানিয়ে দিলেন, আকাশ দীপ পাঁচ উইকেট নেবেন। আকাশ দীপের এই কৃতিত্বে স্বাভাবিক ভাবেই দারুণ খুশি বাংলা দলের কোচ।

টিম ইন্ডিয়ার নতুন এই পেসারকে নিয়ে লক্ষ্মীরতন বলেন, 'আমি অবশ্যই চাইব ও পাঁচ উইকেট পাক।' আকাশ দীপের সাফল্যের কারণ তাঁর অধ্যাবসায়। এমনটাই জানিয়েছেন বাংলা দলের কোচ। তিনি বলেন, 'ও দারুণ টিম ম্যান। খুব শৃঙ্খলাপরায়ণ ছেলে। ভাল খেলা শুধু নয়, যখন দলের উইকেট দরকার তখনই ও উইকেট নিয়ে আসে।' ভারতীয় দল প্রথম দিনে সাত উইকেট তুলে নিলেও ইংল্যান্ডের রান পৌঁছে গিয়েছে ৩০৩-এ। ফলে এখান থেকে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ইনিংস শেষ করতে না পারলে সমস্যায় পড়তে হবে ভারতীয় দলকে। 

লক্ষ্মী যদিও মনে করেন আকাশের পক্ষে তিন উইকেট তুলে নেওয়া খুব একটা সমস্যার হবে না। তিনি বলেন, 'সকালে আবারও ও তিন উইকেট তুলে নিতে পারে। সেক্ষেত্রে পাঁচ উইকেটও হয়ে যাবে ওর।' শুধু ডেবিউ টেস্ট বলে নয়, আগামি দিনেও আকাশ ভারতীয় দলের সম্পদ হতে পরে বলে মনে করেন লক্ষ্মী। তিনি বলেন, 'ও দিনে দিনে আরও বড় হবে। ভাল খেলবে। এটাই আমার আশা। ও দারুণ বোলার।' কঠিন সময় পার করে এই জায়গায় আজ উঠে এসেছেন বাংলার এই বোলার। যদিও লক্ষ্মী মনে করেন, 'সমস্যা সকলের জীবনেই থাকবে। সেখান থেকেই উঠে আসে প্রতিভাবান ক্রিকেটাররা। আর সেটাই ও করেছে।' 

আকাশ দীপ ইংল্যান্ড দলের টপ অর্ডার ভেঙে দিলেও সময় যত গড়িয়েছে, ততই জাঁকিয়ে বসেছেন জো রুট। ভাঙা আঙুল নিয়েও করেছেন শতরান। দলকে বিপদের মুখ থেকে নিয়ে গিয়েছেন নিরাপদ আস্তানায়। যেখান থেকে লড়াই করার রসদ পেয়ে গিয়েছেন বেন স্টোকসরা। দ্রুত তিন উইকেট তুলে নিতে পারলে এই রান যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। প্রথম দিনের মতো, দ্বিতীয় দিনের শুরুতেও কি দেখা যাবে আকাশ দীপের ঝলক তা বলাই বাহুল্য।                           

Advertisement
Read more!
Advertisement
Advertisement