Advertisement

ঈশ্বরন-সুদীপের জোড়া সেঞ্চুরি, নাগাল্যান্ডের বিরুদ্ধে বড় লিডের পথে বাংলা

অভিমন্যু ঈশ্বরন এবং সুদীপ ঘরামির জোড়া সেঞ্চুরিতে ভর দিয়ে রানের পাহাড়ে চড়ার পথে বাংলা। রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচের দ্বিতীয় দিনে বাংলা চার উইকেট হারিয়ে ৩৩৬ রান তুলে  ফেলেছে। প্রথম ইনিংসের গুরুত্বপূর্ন ১৭০ রানের লিড পেয়ে গিয়েছে লক্ষীরতন শুক্লার বাংলা। দিনের শেষে  উইকেটে অপরাজিত রয়েছেন প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি ১৬ এবং শাহবাজ আহমেদ ১ রানে। 

অভিমন্যু ও সুদীপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Dec 2022,
  • अपडेटेड 8:11 PM IST
  • সারাসরি ম্যাচ জয়ের লক্ষ্যে বাংলা
  • বড় লিডের পথে বাংলা

অভিমন্যু ঈশ্বরন এবং সুদীপ ঘরামির জোড়া সেঞ্চুরিতে ভর দিয়ে রানের পাহাড়ে চড়ার পথে বাংলা। রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচের দ্বিতীয় দিনে বাংলা চার উইকেট হারিয়ে ৩৩৬ রান তুলে  ফেলেছে। প্রথম ইনিংসের গুরুত্বপূর্ন ১৭০ রানের লিড পেয়ে গিয়েছে লক্ষীরতন শুক্লার বাংলা। দিনের শেষে  উইকেটে অপরাজিত রয়েছেন প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি ১৬ এবং শাহবাজ আহমেদ ১ রানে। 

গত দিনের ৯ উইকেটে ১৬৬ রান নিয়ে খেলা শুরু করে নাগাল্যান্ড।  তবে প্রথম ইনিংস কোনও রান না যোগ করেই শেষ হয়ে যায়। প্রদীপ্ত গোস্বামী ৪৩ রানে ছয় উইকেট নিয়ে বাংলার বোলারদের মধ্যে সেরা পারফর্ম করে গেলেন। 

আরও পড়ুন: বিরাটকে পেছনে ফেললেন বাংলাদেশের লিটন, এগোলেন শ্রেয়াসও
প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে ওপেনার কৌশিক ঘোষের উইকেট (৪) দ্রুত হারালেও পরিস্থিতি সামাল দেন অভিমন্যু ঈশ্বরন এবং তিন নম্বরে ব্যাট করতে নামা সুদীপ ঘরামি। ভারতীয় দলের দায়িত্ব শেষ করে এই ম্যাচে বাংলা শিবিরে ফের যোগ দিয়েছেন অভিমন্যু। যোগ দিয়েই সেঞ্চুরি করলেন তিনি। নিজের ফর্ম ধরে রেখেছেন তিনি। তার ২১৮ বলে ১৬ টি বাউন্ডারিতে সাজানো ১৭০ রানের ইনিংস শেষ হয় রংসেন জোনাথনের বলে বোল্ড হয়ে। 

আরও পড়ুন: পৃথ্বী শ-ঋতুরাজদের প্রতি অবিচার? ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে দুই ক্রিকেটার

দিনের শেষ দিকে আউট না হলে তাঁর ডাবল সেঞ্চুরি নিশ্চিত ছিল। তার আগে সুদীপকে সঙ্গে নিয়ে অভিমন্যুর ২২৪ রানের পার্টনারশিপ গড়েন। যা বাংলাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। হিমাচল প্রদেশের বিরুদ্ধে সেঞ্চুরির পরে সুদীপ ঘরামি ফের সেঞ্চুরি করলেন।  নাগাল্যাণ্ডের বিরুদ্ধে তাঁর ১০৪ রানের ইনিংসে ছিল ১১ টি চার এবং একটি বিশাল ছক্কা। চার নম্বরে নেমে অনুস্টুপ মজুমদার ৩০ রানে ফিরে যান।  আপাতত মনোজ এবং শাহবাজের ব্যাটে দ্রুত রান তোলার গতি বাংলাকে আরও বড় ইনিংসের দিকে এগিয়ে দেবে। যা নাগাল্যাণ্ডকে আরও চাপে ফেলে মনোজদের জয়ের পথ সহজ করবে। হিমাচলের বিরুদ্ধে সরাসরি জয় না পেলেও এবার নাগাল্যান্ডের বিরুদ্ধে ছয় পয়েন্টের   লক্ষ্যে ঝাঁপাবে বাংলা। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement