Advertisement

IPL 2023, Abishek Porel: ফোন ধরেননি, কীভাবে সৌরভের দলে খেলার সুযোগ বাংলার উইকেটকিপারের?

ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্ত (Rishabh Pant) খেলতে পারছেন না এবারের আইপিএল-এ (IPL 2023)। তাঁর জায়গায় জায়গা পেয়েছেন বাংলার প্রতিশ্রুতিবান ক্রিকেটার অভিষেক পোড়েল (Abishek Porel)। আইপিএল শুরু হওয়ার আগেও দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্যাম্পে যোগ দিয়েছিলেন বাংলার উইকেটকিপার ব্যাটার। তবে আইপিএল-এ দিল্লি দলে যোগ দেওয়ার খবরটাই মিস করে যাচ্ছিলেন অভিষেক। দিল্লি ক্যাপিটালসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিভাবান উইকেটকিপার ব্যাটার মুখ খুলেছেন।

অভিষেক পোড়েলঅভিষেক পোড়েল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Apr 2023,
  • अपडेटेड 1:54 PM IST
  • পন্তের জায়গায় দলে অভিষেক
  • দিল্লি ক্যাপিটালসে বাঙালি ক্রিকেটার

ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্ত (Rishabh Pant) খেলতে পারছেন না এবারের আইপিএল-এ (IPL 2023)। তাঁর জায়গায় জায়গা পেয়েছেন বাংলার প্রতিশ্রুতিবান ক্রিকেটার অভিষেক পোড়েল (Abishek Porel)। আইপিএল শুরু হওয়ার আগেও দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্যাম্পে যোগ দিয়েছিলেন বাংলার উইকেটকিপার ব্যাটার। তবে আইপিএল-এ দিল্লি দলে যোগ দেওয়ার খবরটাই মিস করে যাচ্ছিলেন অভিষেক। দিল্লি ক্যাপিটালসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিভাবান উইকেটকিপার ব্যাটার মুখ খুলেছেন।

ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), শ্রীবৎস গোস্বামীর (Shrivatsa Goswami) পর তৃতীয় বাঙালি উইকেট কিপার ব্যাটার সুযোগ পেয়েছেন আইপিএল-এ। তবে এই সুযোগটা মিস হয়ে যেতে পারত অভিষেকের। দিল্লির উইকেটকিপার ব্যাটার বলেন, 'যখন দিল্লি ক্যাপিটালস থেকেই খেলার জন্য আমায় ফোন করা হয়, তখন আমি ঘুমোচ্ছিলাম। ফোনটা বেজে যায়, ধরতে পারিনি।' পরে যদিও দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের সঙ্গে কথাও হয়েছে অভিষেকের। সেই সময়ই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দলে সুযোগ পাওয়ার কথা জানতে পারেন অভিষেক। তিনি বলেন, 'ঘুম থেকে উঠেই আমি ওই নম্বরে ফোন করি। তখনই আমাকে দিল্লি দলে সুযোগ পাওয়ার ব্যাপারে জানান হয়।'

আরও পড়ুন

পন্তের জায়গায় সুযোগ পেয়ে ভালো পারফর্ম করতে পারা যে বেশ কঠিন তাও মানছেন অভিষেক। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা তারকা ক্রিকেটার বলেন, 'পন্ত অনেক বড় নাম। তাঁর জায়গায় সুযোগ পেয়েছি। আমি জানতাম সুযোগ আসবে। আর সেটাকে কাজে লাগাতে হবে।' ম্যাচের আগের দিনই হেডকোচ পন্টিং তাঁকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছিলেন। বাংলার উইকেটকিপার ব্যাটার বলেন, ' রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছোটবেলায় খেলতে দেখেছি। তাঁদের সামনে থেকে দেখে অন্য়রকম অনুভুতি হয়েছিল। ম্যাচের আগের দিন পন্টিং বলেছিলেন তৈরি থাকতে।'

উইকেটকিপার হলেও ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ভক্ত অভিষেক। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ম্যাচের পর হার্দিকের সঙ্গে ছবিও তোলেন তরুণ উইকেটকিপার। তিনি বলেন, 'আমি হার্দিককে অনুসরণ করি। তাঁর দলের বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেললাম। দারুণ লাগল।'    
 

Read more!
Advertisement
Advertisement