রঞ্জিতের নকআউট পর্বে যাওয়ার রাস্তা প্রায় পাকা করে ফেলল বাংলা (CAB)। হায়দরাবাদকে ৭২ রানে সরাসরি হারিয়ে দুই ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপের শীর্ষে চলে গেল তারা। বাংলা শেষ ম্যাচে মুখোমুখি হবে চণ্ডীগড়ের। বরাবরের মত রবিবারও দাপট ছিল বাংলার বোলারদের। শনিবার দিনের শেষ দিকে হায়দরাবাদের তিন উইকেট তুলে নিয়ে নিজামের রাজ্যের ক্রিকেটারদের চাপে রেখেছিলেন বাংলা পেসাররা। শেষ দিন খেলতে নেমে প্রথম বলেই হায়দরাবাদকে ধাক্কা দেন আকাশ দীপ। হিমালয় আগারওয়ালকে আউট করেন তিনি।
এরপর যদিও পার্টনারশিপ গড়ে তোলে হায়দরাবাদ (Hyderabad)। তাদের দুই ব্যাটার তিলক বর্মা ও প্রতীক রেড্ডি ৪২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। তবে সেই পার্টনারশিপ ভাঙতেই আর মাথা তুলে দাঁড়াতে পারেনি হায়দরাবাদ। তিলক ও প্রতীককে আউট করেন শাহবাজ আহমেদ। ম্যাচের সেরা তিনিই।
ছয় উইকেট হারিয়ে সমস্যায় পড়ে যায় হায়দরাবাদ। বাকি চার উইকেট দ্রুতই তুলে নেন বাংলার পেসাররা। চা পানের বিরতির আগেই শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস। তাদের হয়ে দ্বিতীয় ইনিংসে একাই লড়াই করেন তিলক। তিনি ৯০ রান করে আউট হন। দুটি করে উইকেট পেয়েছেন ঈশান পোড়েল ও মুকেশ। শাহবাজ নিয়েছেন তিন উইকেট। চার উইকেট পেয়েছেন আকাশ দীপ।
পরপর দুই ম্যাচে সরাসরি জয় পেল বাংলা। বরোদার পর এবার হায়দরাবাদ। দুই ম্যাচে বাংলার পয়েন্ট ১২। পয়েন্টের বিচারে অনেকটাই এগিয়ে তারা। শেষ ম্যাচে চন্ডিগড় এর বিরুদ্ধে জেতাই লক্ষ্য বাংলার। তবে জিততে না পারলে নেট রান রেট এবং পয়েন্টের হিসাব সামনে আসবে।