পিঠের চোটের জন্য চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নামতে পারলেন না শ্রেয়াস আইয়ার (Shreyash Iyer)। স্ক্যান করার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। ইস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে আহমেদাবাদে টেস্ট চলাকালীনই পিঠের ব্যথা অনুভব করেন শ্রেয়াস। সেই কারণে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) আউট হতেই ব্যাট হাতে নামানো হয় উইকেটকিপার শ্রীকর ভরতকে। শ্রেয়াস টেস্টে এরপরে ব্যাট করতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
তৃতীয় দিনে চেতেশ্বর পূজারা আউট হওয়ার পর ব্যাট হাতে নেমেছিলেন রবীন্দ্র জাদেজা। এর আগেও অনেকবার ওপরের দিকে ব্যাট করতে নেমেছেন রবীন্দ্র জাদেজা। তাই জাড্ডুকে ব্যাট করতে নামতে দেখে অবাক হননি ভারতের ক্রিকেট ফ্যানরা। তবে চতুর্থ দিনে, জাদেজা আউট হওয়ার পরেই শ্রীকর ভরতকে নামানো হয়। তাতেই সন্দেহ জাগে ফ্যানদের মনে। ধারাভাষ্যকাররা জানান, হাসপাতালে নিয়ে যেতে হয়েছে তাঁকে। স্ক্যান করানো হবে শ্রেয়াসের। এই অবস্থায় বেশ সমস্যায় ভারতীয় দল। ভরত বা বিরাট কোনও কারণে আউট হয়ে গেলে সমস্যা আরও বাড়বে ভারতীয় দলের। সে ক্ষেত্রে অক্ষর প্যাটেল (Axar Patel) বা রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) ব্যাট করতে নামতে হবে। গুরুত্বপূর্ণ টেস্টে এক ব্যাটারকে ছাড়াই খেলতে হবে ভারতীয় দলকে (Team India)।
আরও পড়ুন: 'ভাল উইকেটে ম্যাচ হচ্ছে', নরেন্দ্র মোদী স্টেডিয়ামের প্রশংসায় সৌরভ
চিন্তায় কেকেআর সমর্থকরাও
এই মাসের শেষেই শুরু হচ্ছে আইপিএল। ১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল-এর আগে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের চোটের জন্য সমস্যায় কেকেআরও। চোট কতটা গুরুতর তাঁর তা নিয়েই চিন্তায় কেকেআর সমর্থকরা। স্ক্যানের রিপোর্ট কেমন আসে তার ওপর নির্ভর করছে শ্রেয়াসের ভাগ্য।
আরও পড়ুন: আহমেদাবাদে অজিদের বিরুদ্ধে সেঞ্চুরি গিলের, সমস্যা বাড়ল রাহুলের?
২০২১ সালেও কাঁধের চোটের জন্য আইপিএল-এ খেলতে পারেননি শ্রেয়াস। সেই সময় দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন তিনি। এরপর মেগা নিলামের আগে তাঁকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও চোটের জন্যই ছিটকে যেতে হয়েছিল ভারতের তারকা ক্রিকেটারকে। এরপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বেশ কিছুদিন ছিলেন তিনি। সম্পূর্ণ সুস্থ না হওয়ায় তাঁকে নামানোর ঝুঁকি নেননি ভারতের নির্বাচকরা। সুস্থ হয়ে টেস্টে দলে ফেরেন শ্রেয়াস।