Advertisement

IND vs PAK: মুখ পুড়ল পাকিস্তানের, শাস্তি হিসেবে ২ ক্রিকেটারের ১০০% ম্যাচ ফি কাটতে পারে ICC

সূর্যকুমার যাদবকে ক্লিনচিট দিয়েছে ICC। এদিকে, মুখ পুড়ল পাকিস্তানের। তাদের দুই ক্রিকেটার হ্যারিস এবং ফারহানকে মোটা জরিমানা করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তাঁদের ১০০% ম্যাচ ফি কেটে নেওয়া হতে পারে।

হ্যারিস ও ফারহানহ্যারিস ও ফারহান
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Sep 2025,
  • अपडेटेड 4:04 PM IST
  • ২ পাক ক্রিকেটারকে জরিমানা করল ICC
  • ১০০% ম্যাচ ফি কেটে নেওয়া হতে পারে তাঁদের
  • ভারতের বিরুদ্ধে নালিশ করতে গিয়ে মুখ পুড়ল

ভারতের বিরুদ্ধে নালিশ করতে গিয়ে উল্টে পাক ক্রিকেটাররাই বড়সড় শাস্তির মুখে পড়লেন। সূত্রের খবর, শাহিবজাদা ফারহান এবং হ্যারিস রাউফকে জরিমানা করেছে ICC। ৫০ এমনকী ১০০ শতাংশ পর্যন্ত ম্যাচ ফি কেটে নেওয়া হতে পারে এই দুই পাক ক্রিকেটারের। বরাতজোরে সাসপেনশন কিংবা ব্যানের হাত থেকে বাঁচলেন তাঁরা। 

উল্লেখ্য, এশিয়া কাপে ২২ গজের লড়াই পৌঁছে গিয়েছে অন্য স্তরে। দু’দেশের ক্রিকেট প্রশাসকরা একে অপরের বিরুদ্ধে নালিশ জানাতে ব্যস্ত। দুই পাকিস্তানি ক্রিকেটার শাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফের আচরণের বিরুদ্ধে ICC-র কাছে কড়া অভিযোগ দায়ের করে ভারতীয় বোর্ড। BCCI দুই পাক ক্রিকেটারের উচ্ছ্বাসপ্রকাশের ধরনের বিরোধিতা করে ICC-কে ই-মেল করেছিল। হাফসেঞ্চুরির পর ফারহানের ‘একে৪৭ সেলিব্রেশন’ এবং রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’-এর বিরোধিতা করে অভিযোগ জানানো হয়। পাকিস্তানের দুই ক্রিকেটার যদি অভিযোগ অস্বীকার করেন। সেখানে ICC-র এলিট প্যানেলের রেফারি রিচার্ডসনের প্রশ্নের মুখে পড়তে হবে তাঁদের। ফারহান যদিও বলেছিলেন, 'সেই সেলিব্রেশন আমার মনে এসেছিল, তাই করেছি। আমি সাধারণত খুব বেশি এসব করি না। আমি ভেবেছিলাম আলাদা কিছু করব। এখন মানুষ এটাকে কে কীভাবে নেয় তাতে আমার কিছু যায় আসে না।' 

এই ঘটনার পর উল্টে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে খেলার সঙ্গে রাজনীতিকে মেশানো নিয়ে অভিযোগ দায়ের করেছিল পাকিস্তান বোর্ড। এরপরই দু'টি অভিযোগের ভিত্তিতে দু'টি শুনানির সময় ধার্য করে ICC। আর সেখানেই মুখ পুড়ল পাকিস্তানের। শাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফের শুনানি শুক্রবার। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে হয় এই শুনানি। সেখানেই তাঁদের ভর্ৎসনা করে জরিমানা ধার্য করা হয়েছে বলে খবর। ৫০ থেকে ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হতে পারে দুই পাক ক্রিকেটারের। 

এদিকে, ICC-র কাছে ক্লিনচিট পেয়ে গিয়েছেন সূর্যকুমার যাদব। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে এদিন শুনানি হয় ভারত অধিনায়কের। আনুষ্ঠানিক রায় ঘোষণা এখনও হয়নি। তাঁর বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়ের করা অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর সূর্যকুমার এদিন শুনানিতে উপস্থিত ছিলেন এবং তাঁকে এই ধরনের মন্তব্য ভবিষ্যতে না করার পরামর্শ দেওয়া হয়েছে। কেবলমাত্র ওয়ার্নিং দিয়েই ছেড়ে দেওয়া হবে ভারতীয় অধিনায়ককে। আনুষ্ঠানিক রায়ের অপেক্ষায় রয়েছে ক্রিকেটমহল। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement