Advertisement

Spot Fixing: সাড়ে তিন বছরের জন্য নির্বাসিত জিম্বাবয়ের প্রাক্তন অধিনায়ক

২০১৯ সালে অক্টোবর মাসে ভারতীয় এক বুকির কাছ থেকে বড় অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন টেলর। তবুও তিনি দ্রুত এই ঘটনা আইসিসি-কে জানানি। সেই কারণেই বিরাট শাস্তির মুখে পড়তে হল তাঁকে। বুকির কাছ থেকে ভারতে এসে ১৫ হাজার মার্কিন ডলার নেন টেলর। সঙ্গে কোকেনও নিয়েছিলেন তিনি। এই গোটা ঘটনা সঠিক সময়ে আসিসি-র দুর্নীতি দমন শাখাকে জানাননি টেলর।

ব্রেন্ডন টেলর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2022,
  • अपडेटेड 12:13 PM IST
  • বড় শাস্তির মুখে তারকা ক্রিকেটার
  • কেরিয়ার শেষ হয়ে যেতে পারে টেলরের

কী হতে চলেছে তা বোধহয় অনেক আগেই বুঝতে পেরে গিয়েছিলেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন টেলর (Brandon Taylor)। তাই কিছুদিন আগেই নিজের অপরাধ স্বীকার করে নেন তিনি। তবুও শেষরক্ষা হল না। শুক্রবার সাড়ে তিন বছরের জন্য সমস্ত ধরনের ক্রিকেট থেকে টেলরকে নিষিদ্ধ করে দিল আইসিসি (ICC)। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়ে দেয়া হয় ব্রেন্ডন টেলর দুর্নীতি দমন আইন ভঙ্গ করেছেন পাশাপাশি অ্যান্টি ডোপিং আইনে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি শুধু তাই নয় অন্ততপক্ষে চারটি ক্ষেত্রে দুর্নীতি দমন বিধি ভেঙেছেন জিম্বাবয়ের প্রাক্তন এই তারকা ক্রিকেটার। কিছুদিন আগেই টেলর টুইটারে লম্বা বিবৃতি দিয়ে জানিয়েছিলেন ভারতের এক শিল্পপতি তাঁকে বাধ্য করেছিল স্পট ফিক্সিং করতে। সেই সময় তিনি নিষিদ্ধ মাদকও নিয়েছিলেন বলে স্বীকার করেছেন টেলর।

বুকির থেকে নেওয়া টাকার কথা জানাননি টেলর
২০১৯ সালে অক্টোবর মাসে ভারতীয় এক বুকির কাছ থেকে বড় অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন টেলর। তবুও তিনি দ্রুত এই ঘটনা আইসিসি-কে জানানি। সেই কারণেই বিরাট শাস্তির মুখে পড়তে হল তাঁকে। বুকির কাছ থেকে ভারতে এসে ১৫ হাজার মার্কিন ডলার নেন টেলর। সঙ্গে কোকেনও নিয়েছিলেন তিনি। এই গোটা ঘটনা সঠিক সময়ে আসিসি-র দুর্নীতি দমন শাখাকে জানাননি টেলর।  

গোটা ঘটনার কথা জানিয়েছেন টেলর
গতবছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলার সময় ডোপ টেস্টে ধরা পড়ে গিয়েছিলেন টেলর। কিছুদিন আগেই টেলর জানান,  ''একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যখন জিম্বাবয়ে ক্রিকেট বোর্ড (Zimbabwe) ছয় মাস টাকা দেয়নি। বুঝতে পারছিলাম না জিম্বাবয়ে আর আন্তর্জাতিক ক্রিকেটার খেলবে কি না। সেই সময় আমি ভারতে আসি একটি হোটেলে ডিনারে নেমন্তন্ন করা হয়েছিল। সেখানে যাই। কিছুটা মদ্যপান করি, তারপর আমাকে কোকেনের প্রস্তাব দেওয়া হয়। কিছুটা বোকার মতোই সেই প্রস্তাবে আমি রাজি হয়ে যাই আমি। এখন ভাবি, ওই ভারতীয় ব্যবসায়ী ও বাকিরা আমার সঙ্গে প্রতারণা করেছিল। খেলেছিল আমাকে নিয়ে। হোটেলের রুমে আমার কোকেন নেওয়ার ভিডিও রেকর্ড করা হয়। আমাকে বলা হয়েছিল, আমি যদি আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিং না করি তাহলে এই ভিডিও ফাঁস করা হবে।'' 

Advertisement

আরও পড়ুন: পিটারসন পেলেন IPL-আমন্ত্রণ, মজার জবাব Viral

আরও পড়ুন:  'ভগবানের বাজেট হয় না,' শার্দূলকে নিয়ে মজা সতীর্থদের, Video

সাড়ে তিন বছরের জন্য নির্বাসিত টেলর 
যদিও এতে তাঁর শাস্তি কম হয়নি। ২০২৫ সাল পর্যন্ত নির্বাসিত হয়েছেন তিনি। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারের বয়স ততদিনে ৪০-এর কাছাকাছি হয়ে যাবে। তাই তাঁর ক্রিকেট কেরিয়ার ততদিনে শেষ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement