Advertisement

Tite Robbed: ছিনতাইবাজদের খপ্পরে নেইমারদের প্রাক্তন কোচ, খোয়া গেল মূল্যবান সম্পদ

দিনের আলোয় চুরি ছিনতাই নতুন ঘটনা নয়। আর এবার এমন অপরাধের শিকার হলেন ব্রাজিলের প্রাক্তন কোচ তিতে। ব্রাজিল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পরেই পদত্যাগ করেন তিতে। তবে দেশের ফিরেই ছিনতাইবাজদের খপ্পরে পড়তে হল তিতেকে।

তিতেতিতে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Dec 2022,
  • अपडेटेड 3:19 PM IST
  • চুরি হল তিতের হার
  • এখনও অভিযোগ জানাননি তিতে

দিনের আলোয় চুরি ছিনতাই ব্রাজিলে (Brazil) নতুন ঘটনা নয়। আর এবার এমন অপরাধের শিকার হলেন ব্রাজিলের প্রাক্তন কোচ তিতে (Tite)। ব্রাজিল ক্রোয়েশিয়ার (Brazil vs Croatia) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পরেই পদত্যাগ করেন তিতে। তবে দেশের ফিরেই ছিনতাইবাজদের খপ্পরে পড়তে হল তিতেকে। ব্রাজিলের সংবাদ মাধ্যম ওগ্লোবো এই খবর জানিয়েছে। সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ছিনতাই করতে এসে তিতের হার ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইবাজরা।

ছিনতাইকারী যখন জানতে পারেন যে ব্রাজিলের প্রাক্তন কোচ তিতের হার ছিনতাই করেছেন তাঁরা, তখন বিশ্বকাপে ব্রাজিল দলের ব্যর্থতার জন্য তিতেকে দায়ি করতে থাকেন ছিনতাইবাজরা।  অন্য সব ব্রাজিলিয়ান ভক্তদের মতো, তিনিও বিশ্বকাপ থেকে ব্রাজিলের ছিটকে যাওয়ায় হতাশ। যদিও তারা কারা তা এখনও চিহ্নিত করা যায়নি। পুলিশ সূত্রের খবর এমন কোনও অভিযোগও দায়ের করেননি তিতে।

আরও পড়ুন

এখনও অভিযোগ দায়ের করেননি তিতে

যদিও এখনও পর্যন্ত চুরি নিয়ে কোনো তথ্যই পায়নি ব্রাজিলিয়ান পুলিশ। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম লান্স জানিয়েছে পুলিশের এক সূত্রের মতে, এখনও পর্যন্ত তাদের কাছে এই বিষয়ে কোনও নথি নেই। ভুক্তভুগী কোনো অভিযোগ করেনি ঘটনার ব্যাপারে। তাই কী ঘটেছে সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই।' অর্থাৎ পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ দায়ের করেননি তিতে। 

এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। সে কারণে বিরাট ক্ষোভ রয়েছে সাধারণ ফুটবলপ্রেমীদের মনে। এর মাঝেই সকালে রিও ডি জেনেরিওর সমুদ্র সৈকতে ঘুরতে বেড়িয়েছিলেন তিতে। সেই সময়ই ঘটে এমন ঘটনা। 

বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা 

৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। স্বপ্ন পূরণ হয়েছে লিওলেন মেসির। ফাইনালে রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়েছে আর্জেন্টিনা। গোটা দেশ জুড়ে চলছে উৎসব। মেসির বাড়িতে ক্রিসমাসের ছুটি কাটাতে চলে গিয়েছেন সুয়ারেজ। আর তার মধ্যেই ব্রাজিলের প্রাক্তন কোচ তিতের হার চুরি। 

Advertisement
TAGS:
Read more!
Advertisement
Advertisement