Advertisement

India vs Australia: ফিট গ্রিন, ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ফিরছেন অজি অলরাউন্ডার?

বর্ডার-গাভাস্কার (Border-Gavaskar Trophy) ট্রফিতে দাপট দেখাচ্ছে ভারতীয় দল (Team India)। চার ম্যাচের সিরিজে ইতিমধ্যেই দুটি ম্যাচ জিতে গিয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১ মার্চ ইন্দোরে। এই টেস্টে অস্ট্রেলিয়া দলে প্রত্যাবর্তন করতে পারেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green)। চোট কাটিয়ে ফিট হয়ে ফিরতে পারেন তিনি।

টেস্টে ফিরতে পারেন গ্রিনটেস্টে ফিরতে পারেন গ্রিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Feb 2023,
  • अपडेटेड 9:48 AM IST
  • তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে অস্ট্রেলিয়া?
  • দলে ফিরছেন গ্রিন

বর্ডার-গাভাস্কার (Border-Gavaskar Trophy) ট্রফিতে দাপট দেখাচ্ছে ভারতীয় দল (Team India)। চার ম্যাচের সিরিজে ইতিমধ্যেই দুটি ম্যাচ জিতে গিয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১ মার্চ ইন্দোরে। এই টেস্টে অস্ট্রেলিয়া দলে প্রত্যাবর্তন করতে পারেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green)। চোট কাটিয়ে ফিট হয়ে ফিরতে পারেন তিনি।

গ্রিন ফিরে আসলে ব্যাটিং-বোলিং উভয়ই আরও শক্তিশালী হতে পারে অস্ট্রেলিয়ার (India vs Australia)। তৃতীয় টেস্টে তাই তিনি খেললে বিরাট সুবিধা পেতে পারে অজিরা। চোটের জন্য সিরিজ থেকেই বাদ পড়ার আশঙ্কা ছিল গ্রিনের। তবে তেমনটা হচ্ছে না। তৃতীয় টেস্টের আগেই ফিট হয়ে গিয়েছেন তিনি। এবার দেখার শেষ দুই টেস্ট জিতে সিরিজে হার বাঁচাতে পারে কি না অজিরা।

আরও পড়ুন

দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্যামেরন গ্রিন বলেন, 'অলরাউন্ডার দলে জায়গা পেলে, দলের ভারসাম্য কিছুটা ভাল হয়। এখন দেখার বিষয় এই তৃতীয় টেস্ট ম্যাচে টিম ম্যানেজমেন্ট কেমন দল নিয়ে মাঠে নামে। তবে ইন্দোরেও স্পিন সহায়ক উইকেট হতে পারে। সেখানে গ্রিন কতটা সফল হন, সেটাও দেখার। 

দারুণ ছন্দে গ্রিন
ক্যামেরন গ্রিন এখনও অবধি ১৮টি টেস্ট ম্যাচ খেলে ৮০৬ রান করেছেন। তাঁর গড় ৩৫। টেস্ট ক্রিকেটে ৬টি অর্ধ শতরান রয়েছে তাঁর। অন্যদিকে বল হাতেও বেশ সফল অজি অলরাউন্ডার। এখনও পর্যন্ত ২৩টি উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি রেট ২.৮৫। এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তাঁর। ২৭ রানে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। 

শেষ দুই টেস্টের জন্য টিম ইন্ডিয়া:

রোহিত শর্মা (ক্যাপ্টেন), কেএল রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক),  ইশান কিশান (উইকেটরক্ষক), আর অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার , সূর্যকুমার যাদব, উমেশ যাদব, জয়দেব উনাদকট। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement