Advertisement

East Bengal: ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরলেন কুয়াদ্রাত, এবার দায়িত্বে কে?

অবশেষে ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কার্লেস কুয়াদ্রাত। তাঁর জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন বিনো জর্জ। সোমবার সকালে এমনটাই জানিয়ে দেওয়া হল ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। টানা পাঁচ ম্যাচ হারের পর স্বাভাবিকভাবেই কার্লেসকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। সমর্থক থেকে সাধারণ ফুটবলপ্রেমী সকলেই চাইছিলেন কোচের পদ থেকে সরে দাঁড়ান কুয়াদ্রাত। গত মরসুমে লাল-হলুদের ঘরে সুপার কাপ ট্রফি এনে দেওয়া কোচকে ঘিরে এবারে প্রত্যাশার পারদ চড়ছিল। তবে মরসুম শুরু হতেই একের পর এক হার পরিস্থিতি জটিল করে তোলে।

কার্লেস কুয়াদ্রাত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Sep 2024,
  • अपडेटेड 1:58 PM IST

অবশেষে ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কার্লেস কুয়াদ্রাত। তাঁর জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন বিনো জর্জ। সোমবার সকালে এমনটাই জানিয়ে দেওয়া হল ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। টানা পাঁচ ম্যাচ হারের পর স্বাভাবিকভাবেই কার্লেসকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। সমর্থক থেকে সাধারণ ফুটবলপ্রেমী সকলেই চাইছিলেন কোচের পদ থেকে সরে দাঁড়ান কুয়াদ্রাত। গত মরসুমে লাল-হলুদের ঘরে সুপার কাপ ট্রফি এনে দেওয়া কোচকে ঘিরে এবারে প্রত্যাশার পারদ চড়ছিল। তবে মরসুম শুরু হতেই একের পর এক হার পরিস্থিতি জটিল করে তোলে।

তবে কুয়াদ্রাতের সঙ্গে চুক্তি থাকায় তাঁকে ছেঁটে ফেলতে হলে প্রচুর টাকা ক্ষতিপূরণ দিতে হত ইস্টবেঙ্গলকে। সেই কারণেই চার ম্যাচ হারের পরও স্প্যানিশ কোচকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটতে পারেনি ক্লাব। তবে গতকাল ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বিনো জর্জের বৈঠকের পরেই কিছুটা হলেও ছবিটা পরিস্কার হয়ে যায়। ভারতীয় কোচরা এবারের আইএসএল-এ ভাল পারফর্ম করছেন। বিনোর দল কলকাতা লিগ জয়ের দোরগোড়ায়। ফলে তিনি দায়িত্ব নিলে দলের ভাল হবে বলেই মনে করছিলেন সমর্থকরা। 

তবে বিনো গোটা মরসুমের জন্য হেড কোচের দায়িত্ব সামলাবেন এমনটা নয়। কার্লেসের জায়গায় কে আসবেন তা এখনও ঠিক হয়নি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন কেরলাইট কোচ। এমনটাই জানানো হয়েছে ইস্টবেঙ্গলের প্রেস রিলিজে। আইএসএল-এ টানা তিন ম্যাচ হেরে ধুঁকছে ইস্টবেঙ্গল। এখান থেকে প্লে অফে যাওয়ার আশা তো দূর, ডার্বি ম্যাচে সম্মানজনক পারফর্ম করতে পারবে কিনা লাল-হলুদ তা নিয়ে গভীর চিন্তায় সমর্থকরা।

এ মরসুমে প্রভাত লাকড়া, জিকসন সিং, আনোয়ার আলি, নাওরেম মহেশ সিংদের মতো ভারতীয় ফুটবলারদের পাশাপাশি ডিমানটাকোস, মাদিহ তালালের মতো বিদেশি তারকাদের পেয়েও পরপর ম্যাচ হেরেছেন কুয়াদ্রাত। এবার বিনোর সামনে বিরাট চাপ। তিনি কি পারবেন এই হার থেকে দলকে জয়ের সরনীতে ফেরাতে সেটাই বড় প্রশ্ন।            
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement