মার্চ মাসের শেষদিক থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। সব দলই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই মরশুমে আইপিএল-এ যোগ দিয়েছে আরও দুটি দল। লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)-এর পাশাপাশি যোগ দিয়েছে আহমেদাবাদ-এর দলও। ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখে বেঙ্গালুরুতে বসবে নিলাম। তার আগে এক দারুণ তথ্য সামনে এসেছে। সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) জার্সি স্পন্সর হতে পারে 'কারস ২৪', শোনা গিয়েছে এই সংস্থায় বিনিয়োগ রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni)। গাড়ির প্রতি ধোনির দুর্বলতা সকলেরই কম বেশি জানা রয়েছে। সেই কারণেই তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসেটর হিসেবে বেছে নিয়েছিল 'কারস ২৪'। ২০২০ সালে কোম্পানির আত্মপ্রকাশের সময় থেকেই ধোনি এই সংস্থার সঙ্গে জড়িত। অন্যদিকে আইপিএল-এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি।
এর আগের জার্সি স্পন্সর জেকে লক্ষী-এর সঙ্গে চুক্তি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে হায়দ্রাবাদের দলের। তাই শোনা যাচ্ছে, নতুন জার্সি স্পন্সর হতে পারে 'কারস ২৪'। এবার সানরাইজার্স দলে কোচ হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডি। ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। স্পিন বোলিং কোচ হচ্ছেন মুথাইয়া মুরলিধরন। বোলিং কোচ হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে যোগ দিচ্ছেন ডেল স্টেইন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সায়মন ক্যাটিচকে ফিল্ডিং কোচ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
আরও পড়ুন: ভুল বোঝাবুঝির জন্যই গম্ভীরের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন, জানালেন আকমল
নিলামের আগে তিন ক্রিকেটারকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। অধিনায়ক কেন উইলিয়ামসনকে ১৪ কোটি টাকা দিয়ে রেখে দিয়েছে হায়দ্রাবাদের দলটি। আব্দুল সামাদ ও ওমরন মালিককে চার কোটি টাকার বিনিময়ে দলে রেখে দিয়েছে তারা। সপ্তাহখানেক পরেই আইপিএল-এর নিলাম রয়েছে। সেই নিলামের আগে বড় অঙ্কের টাকা হাতে থাকছে হারদ্রাবাদের কাছে। তারা এখনও অবধি তিন ক্রিকেটারকে ধরে রেখে মোট খরচ করেছে ২২ কোটি টাকা। তাদের হাতে রয়েছে ৬৮ কোটি টাকা। এবারের নিলামে বেশ কয়েকজন বড় ক্রিকেটারকে দেখতে পাওয়া যাবে। পাশাপাশি থাকবেন বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটারও।