Advertisement

CWG 2022: CWG হকিতে টাইব্রেকার বিতর্ক, ভারতের হারে পক্ষপাতিত্বের অভিযোগ সেওয়াগের

এই ঘটনায় বিরাট বিতর্ক শুরু হয়েছে। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন। হকির নিয়ামক সংস্থা এফআইএইচ-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ভারতের প্রাক্তন হকি তারকা বীরেন রাস্কিনাও। সেওয়াগ বলেন, 'এই একই ঘটনা আগে ক্রিকেটের ক্ষেত্রেও ঘটত। যতদিন ভারত ক্রিকেটে সুপার পাওয়ার হিসেবে নিজেদের তুলে ধরতে পারেনি ততদিন এই ধরনের অন্যায়ের শিকার হতে হত ভারতীয় দলকে।''

ভারতের মহিলা হকি দল ভারতের মহিলা হকি দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2022,
  • अपडेटेड 1:43 PM IST
  • কমনওয়েলথে মহিলাদের হকিতে বিতর্ক
  • খতিয়ে দেখার আশ্বাস FIH-এর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কমনওয়েলথ হকির সেমিফাইনালে হেরে গেলেন ভারতের মহিলারা। তবে এই ম্যাচ নির্ধারিত সময় অমিমাংসিত ভাবে শেষ হওয়ায় টাইব্রেকারে গড়ায়। আর এই টাইব্রেকার নিয়েই শুরু হয়েছে বিতর্ক। প্রথমবার পেনাল্টি শুট আউটে এসে গোল করতে ব্যর্থ হন অস্ট্রেলিয়ার হকি খেলোয়াড় রোজি ম্যালোন। তবে ফের সেই শট নিতে বলেন আম্পায়ার। কারণ হিসেবে জানান হয়, স্টপ ওয়াচ সঠিক সময় শুরু করা যায়নি। তাই আবারও সুযোগ দেওয়া হয় অ্যাম্ব্রোসিয়াকে। পরের সুযোগে গোল করতে ভুল করেননি তিনি। 

এই ঘটনায় বিরাট বিতর্ক শুরু হয়েছে। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন। হকির নিয়ামক সংস্থা এফআইএইচ-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ভারতের প্রাক্তন হকি তারকা বীরেন রাস্কিনাও। সেওয়াগ বলেন, 'এই একই ঘটনা আগে ক্রিকেটের ক্ষেত্রেও ঘটত। যতদিন ভারত ক্রিকেটে সুপার পাওয়ার হিসেবে নিজেদের তুলে ধরতে পারেনি ততদিন এই ধরনের অন্যায়ের শিকার হতে হত ভারতীয় দলকে।''

আরও পড়ুন

হেরে কান্নায় ভেঙে পড়লেন ভারতের হকি দলের সদস্যরা

আরও পড়ুন: কমনওয়েলথে ভারতের 'দঙ্গল' জয়, এল ৫ পদক

চাপের মধ্যে পড়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হকির নিয়ামক সংস্থা এফআইএইচ। জানিয়েছে, গোটা ঘটনা নিয়ে তদন্ত করবে তারা। রোজি ম্যালোন। বিবৃতি দিয়ে এফআইএইচ বলে, ''অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে বার্মিংহাম কমনওয়েলথ গেমসের সেমিফাইনাল ম্যাচে পেনাল্টি শুটআউট খুব ভুল ভাবে শুরু হয়েছিল। ঘড়ি তখনও কাজ করা শুরু করেনি। এর জন্যই আমরা ক্ষমাপ্রার্থী।'' এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ''এই ধরনের পরিস্থিতি হলে ফের পেনাল্টি শুট আউট নিতে হয়। আর এক্ষেত্রেও সেটা হয়েছিল। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে।''

দারুণ খেললেও টোকিও অলিম্পিক্সে ভারতের মেয়েদের পদক হাতছাড়া হয়। ব্রোঞ্জ পদকের ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে হেরে যায় তারা। কমনওয়েলথ গেমসে কানাডাকে হারিয়ে সেমিফাইনলে চলে গেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে ভারতের মহিলা হকি দল। তবে পদক জয়ের আশা এখনও থাকছে। ব্রোঞ্জ জেতার সুযোগ থাকছে তাদের সামনে।               

Read more!
Advertisement
Advertisement