Advertisement

CWG 2022: কমনওয়েলথ স্কোয়াশে সৌরভ ঘোষালের ব্রোঞ্জ, শুভেচ্ছা মোদীর

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন সৌরভ ঘোষাল। গতবারের চ্যাম্পিয়ন জেমস উইলসট্রপকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়ে স্কোয়াসের মেনস সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন এই বঙ্গ তনয়। চলতি কমনওয়েলথ গেমসে স্কোয়াশ থেকে প্রথম পদক জিতল ভারত।

সৌরভ ঘোষালসৌরভ ঘোষাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Aug 2022,
  • अपडेटेड 8:02 AM IST
  • ফের পদক জিতল ভারত
  • ব্রোঞ্জ সৌরভ ঘোষালের

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন সৌরভ ঘোষাল। গতবারের চ্যাম্পিয়ন জেমস উইলসট্রপকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়ে স্কোয়াসের মেনস সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন এই বঙ্গ তনয়। চলতি কমনওয়েলথ গেমসে স্কোয়াশ থেকে প্রথম পদক জিতল ভারত। সৌরভের সাফল্যে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পদক নিয়ে ভারতের মোট পদকের সংখ্যা এখন পর্যন্ত ১৫।

 

সৌরভ তাঁরপ্রতিপক্ষ জেমসকে ১১-৬, ১১-১ এবং ১১-৪ ব্যবধানে উড়িয়ে দেন। ইংল্যান্ডের খেলোয়াড় জেমস এই বঙ্গতনয়ের সামনে দাঁড়াতেই পারেননি। ৩-০ ব্যবধানে হেরে ব্রোঞ্জও হারান তিনি। এই সাফল্যের সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়লেন সৌরভ। কারণ এর আগে ভারত কমনওয়েলথ গেমসে স্কোয়াশের সিঙ্গলস ইভেন্টে কোনো পদক পায়নি।

আরও পড়ুন

৩৫ বছর বয়সী সৌরভ ঘোষাল। ভারতের স্কোয়াশ সুপারস্টার। অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন, তিনি। কমনওয়েলথ গেমস ২০১৮-এ রুপো জিতেছিলেন সৌরভ। তবে এবার বোঞ্জ পেলেন। যদিও সিঙ্গলসে। এশিয়ান গেমসে তিনি ৫টি ব্রোঞ্জ, ১টি সোনা এবং একটি রুপো পদক জিতেছেন।

কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতের পদক বিজয়ীরা (৩ আগস্ট ২০২২ পর্যন্ত)

১.   সংকেত মহাদেব- রুপো (ভারোত্তোলন ৫৫কেজি)
২.   গুরুরাজা- ব্রোঞ্জ (ভারোত্তোলন ৬১ কেজি)
৩.   মীরাবাই চানু- সোনা (ভারোত্তোলন ৪৯ কেজি)
৪.   বিন্দিয়ারানি দেবী - রুপো  (ভারোত্তোলন ৫৫ কেজি)
৫.   জেরেমি লালরিনুঙ্গা- সোনা (ভারোত্তোলন ৬৭ কেজি)
৬.   অচিন্তা শিউলি- সোনা (ভারোত্তোলন ৭৩ কেজি)
৭.   সুশীলা দেবী - রুপো (জুডো ৪৮ কেজি)
৮.   বিজয় কুমার যাদব – ব্রোঞ্জ (জুডো ৬০ কেজি)
৯.   হরজিন্দর কৌর- ব্রোঞ্জ (ভারোত্তোলন ৭১ কেজি)
১০.মহিলা দল- সোনা (লন বল)
১১. পুরুষ দল- সোনা (টেবিল টেনিস)
১২. বিকাশ ঠাকুর - রুপো  (ভারোত্তোলন ৯৬ কেজি)
১৩. মিশ্র ব্যাডমিন্টন দল - রুপো  
১৪. লাভপ্রীত সিং - ব্রোঞ্জ (ভারোত্তোলন ১০৯ কেজি)
১৫. সৌরভ ঘোষাল – ব্রোঞ্জ (স্কোয়াশ একক ইভেন্ট)
১৬. তুলিকা মান - রুপো  (জুডো)

Read more!
Advertisement
Advertisement