প্রাক্তন কমনওয়েলথ চ্যাম্পিয়ন অতনু লাহিড়ী যিনি অল ইন্ডিয়া দাবা ফেডারেশনের যুগ্ম সচিবও ছিলেন, অভিযোগ করেছেন যে, অল ইন্ডিয়া দাবা ফেডারেশনের সেক্রেটারি ভরত সিং চৌহান গোপন চুক্তির মাধ্যমে ভারতের সমস্ত দাবা খেলোয়াড়দের ডেটা ও গোপন তথ্য বিক্রি করেছেন।
অলিম্পিকের প্রাক মুহূর্তে উত্তাল জাতীয় দাবা সংস্থা। বেশ কিছু জিনিস এবার প্রকাশ্যে এল জাতীয় দাবা সংস্থার। এআইসিএফের সেক্রেটারির ভরত সিং চৌহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং তাঁর প্রমান সহ প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন জাতীয় সংস্থারই জয়েন্ট সেক্রেটারি তথা প্রাক্তন কমনওয়েলথ চ্যাম্পিয়ন দাবাড়ু অতনু লাহিড়ী।
শনিবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমের কাছে সমস্ত তথ্য তুলে দিয়েছেন অতনু। ভরত সিং চৌহানের বিরুদ্ধে যে সব অভিযোগ গুলো এনেছেন, তার মধ্যে অন্যতম- জাতীয় ফেডারেশনের রেজিস্টার্ড লক্ষাধিক খেলোয়াড়ের ব্যক্তিগত তথ্য পাচার। যার মধ্যে বিশ্বনাথন আনন্দ, কোনেরু হামপি, সূর্যসেখর গাঙ্গুলির মতো তারকা খেলোয়াড়ের নাম আছে।
শুধু তাই নয়, ভরত সিংয়ের বিরুদ্ধে জাতীয় ফেডারেশনের ফান্ড থেকে প্রায় ৩ কোটি টাকা সরিয়ে দেওয়ার অভিযোগও এনেছেন বাংলার দাবাড়ু অতনু। এদিনের সাংবাদিক সম্মেলনে দল বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার প্রমান হিসেবে সেক্রেটারির একাধিক অডিও রেকর্ড তুলে ধরা হয় সংবাদ মাধ্যমের কাছে। তবে সবটাই এখন অভিযোগ হিসাবে তোলা হয়েছে।
লাহিড়ি এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও সদ্য দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছেও প্রমাণ সহ সমস্ত অভিযোগ পাঠানো হবে বলেও জানিয়েছেন অতনু।
ছয়টি আলাদা কাউন্টির দাবা জাতীয় দলের কোচ লাহিড়ী বলেছেন যে, 'দাবা খেলোয়াড়দের ডেটা-তে বিশ্বনাথন আনন্দ, কোনেরু হম্পি, সূর্যশেখর গাঙ্গুলি এবং আরও অনেকের মতো তারকা খেলোয়াড়দের ডেটা অন্তর্ভুক্ত রয়েছে। আর তাঁদের সব কিছু ফাঁস করা হচ্ছে। এই বিষয় নিয়ে সবার জানা দরকার। এই বিষয় নিয়ে বেশ চাপে পড়তে পারেন খেলোয়াড়রা। এই বিষয় প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিলাম। এবার অনুরাগ ঠাকুর, ক্রীড়ামন্ত্রীকেও ব্যাপারটা জানাবো।'