Advertisement

Copa America Prize Money: কোপা-জয়ী আর্জেন্টিনার প্রাইজমানি জানেন? টাকার পাহাড়ে মেসিরা

কলম্বিয়াকে এক্সট্রা টাইমে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। পরপর দু'বার জিতে উরুগুয়েকে ছুঁয়ে ফেলল (১৬ বার চ্যাম্পিয়ন) লিওনেল মেসির দল। তবে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পাচ্ছেন মেসি-মার্টিনেজরা? তা নিয়েও কৌতূহল রয়েছে ফ্যানদের। সোমবার সকালে কোপা চ্যাম্পিয়ন হয়ে প্রচুর টাকা আর্থিক পুরস্কার পাচ্ছে নীল-সাদা ব্রিগেড।

argentinaargentina
Aajtak Bangla
  • মিয়ামি,
  • 15 Jul 2024,
  • अपडेटेड 11:16 AM IST

কলম্বিয়াকে এক্সট্রা টাইমে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। পরপর দু'বার জিতে উরুগুয়েকে ছুঁয়ে ফেলল (১৬ বার চ্যাম্পিয়ন) লিওনেল মেসির দল। তবে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পাচ্ছেন মেসি-মার্টিনেজরা? তা নিয়েও কৌতূহল রয়েছে ফ্যানদের। সোমবার সকালে কোপা চ্যাম্পিয়ন হয়ে প্রচুর টাকা আর্থিক পুরস্কার পাচ্ছে নীল-সাদা ব্রিগেড।

এই লড়াইয়ে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা (Argentina) যে কিছুটা হলেও এগিয়ে ছিল তা বলাই যায়। তবে কলম্বিয়াও (Colombia) যে ছেড়ে কথা বলেনি। কোপা আমেরিকায় দারুণ ছন্দে ছিলেন হামেস রদ্রিরেগজরা (James Rodriguez)। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ হাসি হাসে আর্জেন্টিনা।

কোপার আয়োজক কনমেবল (Conmebol) প্রতিযোগিতার পুরস্কারমূল্য ঘোষণা করেছে। চলতি বছরে মোট প্রাইজ মানি থাকছে ৭২ মিলিয়ন ডলার। গ্রুপ জায়গা পাওয়া দলগুলি পাচ্ছে ২ লক্ষ মিলিয়ন ডলার করে। কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া চারটি দল পাচ্ছে ৪ লক্ষ মিলিয়ন ডলার করে। তৃতীয় স্থানাধিকারী উরুগুয়ে দল পাচ্ছে ৬ লক্ষ মিলিয়ন ডলার। চতুর্থ স্থানাধিকারী কানাডা পাচ্ছে ৭ মিলিয়ন ডলার। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল পাচ্ছে ১৬ লক্ষ মিলিয়ন ডলার। আর রানার্স হওয়া কলম্বিয়া পাবে ৯ লক্ষ মিলিয়ন ডলার। গতবারের চেয়ে এবারের পুরস্কার মূল্য অনেকটি বাড়ানো হয়েছে। ২০২১ সালে কোপা চ্যাম্পিয়ন হয়ে লিওনেল মেসিরা পেয়েছিলেন ১০ লক্ষ মিলিয়ন ডলার। আর রানার্স হয়ে ব্রাজিল পেয়েছিল ৮ মিলিয়ন ডলার। 

আরও পড়ুন

এদিনের ম্যাচে শুরু কেই দাপট দেখাচ্ছিল আর্জেন্টিনা। তবে সময় যত গড়িয়েছে ততই খেলায় ফিরেছে কলম্বিয়া। ৬৪ মিনিটে মেসি চোট পেয়ে উঠে যেতে অনেক আর্জেন্টাইন ফ্যানই বিপদের আশঙ্কা দেখেছিলেন। তবে সেই আশঙ্কা সত্যি হতে দিলেন না লাউতারো। ১২০ মিনিটের এক্সট্রা টাইমে ১১২ মিনিটের মাথায় লো সেলসোর পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন লাউতারো। তার পরে সোজা ছুটে যান মেসির দিকে। গিয়ে জড়িয়ে ধরেন। মেসিকে দেখে মনে হচ্ছিল, ধরে প্রাণ ফিরে পেয়েছেন তিনি।   

Advertisement
Read more!
Advertisement
Advertisement