শনিবার উয়েফা নেশনস লিগে (UEFA Nations League) চেক রিপাবলিককে (Czech Republic) ৪-০ গোলে হারাল পর্তুগাল (Portugal)। জাতীয় দলের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। নাক ফেটে যাওয়ার পরেও দুর্দান্ত অ্যাসিস্ট করলেন সিআর সেভেন। গোল করার সুযোগ পেয়ে ব্যর্থ হলেও রোনাল্ডোর খেলা দেখে মন ভরে গিয়েছে তাঁর ফ্যানদের।
এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থাকল পর্তুগাল। শেষ ম্যাচে স্পেনের বিরুদ্ধে ড্র করলেও শীর্ষেই থেকে যাবে তারা। অধিনায়ক গোল না পেলেও দু'টি গোল করেন দিয়াগো ডালট। ব্রুনো ফার্নান্দেজ ও দিয়েগো জটা একটি করে গোল করেন। ম্যাচের শুরুর দিকেই সুযোগ চলে এসেছিল রোনাল্ডোর কাছে। ম্যান ইউ-এর (Manchester United) সতীর্থ ব্রুনোর বাড়ান বল ধরে শট নিতে যাওয়ার সময় তাঁকে ব্লক করেন চেক ডিফেন্ডাররা।
চোট পান রোনাল্ডো
আট মিনিটে চোট পান রোনাল্ডো। সতীর্থের উঁচু করে বাড়ান বল লাফিয়ে হেড করতে ওঠেন তিনি। সেই বল ক্লিয়ার করতে গিয়ে চেক গোলরক্ষক টমাস ভাসলিকের সঙ্গে ধাক্কা লাগে রোনাল্ডোর। টমাস ঘুষি মারেন বলে। সেই কনুই লাগে রোনাল্ডোর নাকে। রক্ত ঝড়তে থাকে নাক থেকে। সেই সময় মনে হচ্ছিল আর হয়ত খেলতে পারবেন না তিনি। তবে নাকে ব্যান্ডেজ লাগিয়ে ফের খেলতে নেমে পরেন রোনাল্ডো।
চার গোলে ম্যাচ জিতল পর্তুগাল
৩৩ মিনিটে প্রথম গোল ডালটের। ব্রুনো ফার্নান্দেজের ক্রস বাইরে চলে যাচ্ছিল। সেখান থেকে বল ফেরান রাফায়েল লিয়াও। সেই বল ফাঁকায় পেয়ে যান ডালট। সুযোগ নষ্ট করেননি তিনি। প্রথমার্ধের অতিরিক্ত সময় গোল করেন ব্রুনো। হাফটাইমের ঠিক আগে নিজেদের পেনাল্টি বক্সের মধ্যেই হাতে বল লাগিয়ে ফেলেন রোনাল্ডো। পেনাল্টি পায় চেক রিপাবলিক। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারেনি তারা। বিশ্বকাপের আগে দারুণ ছন্দে রয়েছে পর্তুগাল দল। ইতিমধ্যেই আরও দুই বছর জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন রোনাল্ডোও ।