Advertisement

Cristiano Ronaldo: বিশ্বকাপ শিবির থেকেই বেরিয়ে যেতে চেয়েছিলেন রোনাল্ডো?

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে (Switzerland vs Portugal) প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথম একাদশে জায়গা পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এর জন্য না কি কোচ ফার্নান্দো স্যান্টোসের সঙ্গে দীর্ঘক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় হয় রোনাল্ডো।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Dec 2022,
  • अपडेटेड 3:43 PM IST
  • সুইৎজারল্যাডের বিরুদ্ধে ম্যাচে প্রথম থেকে ছিলেন না রোনাল্ডো
  • দলে সুযোগ পাননি তিনি

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে (Switzerland vs Portugal) প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথম একাদশে জায়গা পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এর জন্য না কি কোচ ফার্নান্দো স্যান্টোসের সঙ্গে দীর্ঘক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় হয় রোনাল্ডো। এমনকি বিশ্বকাপের মাঝপথেই না কি দল ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। তবে এমন খবরকে মিথ্যে বলে উড়িয়ে দিল পর্তুগাল ফুটবল ফেডারেশন (Portugal Football Federation)। 

ফুটবল বিশ্বকাপের সব খবরের জন্য় এখানে ক্লিক করুন

তবে এই খবর প্রকাশিত হওয়ার পর পর্তুগাল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে,‘জাতীয় দল ও দেশের হয়ে প্রতিদিনই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনন্য ইতিহাস তৈরি করে চলেছেন। এটা অবশ্যই সম্মানের। যা জাতীয় দলের প্রতি তার প্রশ্নাতীত মাত্রার প্রতিশ্রুতি প্রমাণ করে। পর্তুগালের ফুটবল ফেডারেশন (এফপিএফ) বিষয়টি পরিষ্কার করছে যে,জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কখনও কাতারে জাতীয় দল ছেড়ে যাওয়ার হুমকি দেননি।’

আরও পড়ুন: রোনাল্ডোর অভাব মেটালেন, নেমেই হ্যাটট্রিক র‍্যামোসের: CR7-কি তাহলে অতীত?      

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে থেকেই কানাঘুষো শোনা গিয়েছিল, নকআউটের এই ম্যাচে বেঞ্চে থেকেই শুরু করবেন রোনাল্ডো। আর ম্যাচেও সেটাই হয়েছে। ২০০৪ সালের পর প্রথমবার বড় কোনও টুর্নামেন্টের ম্যাচে বেঞ্চে বসে রইলেন তিনি। ১৮ বছর পর আর দিনের হিসেবে ৬৭৪৭ দিন পরে কোনও ম্যাচে প্রথম একাদশে জায়গা হল না তাঁর। ২০০৪ ইউরো কাপে রাশিয়ার বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তিনি।

আরও পড়ুন: কাতারের মরুভূমিতে 'হট' রোনাল্ডোর পার্টনার, জর্জিনার ছবি VIRAL

এর আগে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ভাল খেলতে পারেননি রোনাল্ডো। সেই ম্যাচে ৬৮ মিনিটে পর্তুগিজ তারকাকে তুলে নেন কোচ। এরপরেই উঠে যাওয়ার সময় অঙ্গভঙ্গি করতে থাকেন রোনাল্ডো। আর সেই জন্যই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে তাঁকে শুরু থেকে নামাননি কোচ। এমনটাও শোনা গিয়েছিল। তবে সমস্ত সমস্যা মিটে গিয়েছে বলে জানান স্যান্টোস। তিনি বলেন, ''শৃঙ্খলাজনিত সমস্ত সমস্যা মিটে গিয়েছে। রোনাল্ডোর সঙ্গে অতীতে কী হয়েছে সেটাও দেখতে হবে।''      

Advertisement

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৭৩ মিনিটে রোনাল্ডোকে নামান হয় তাঁকে। ৬-১ গোলে সুইৎজারল্যাণ্ডকে হারায় পর্তুগাল। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement