পয়েন্ট টেবিলের তলানিতে চেন্নাই সুপার কিংস। দিল্লিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাদের ম্যাচ তাই একেবারেই গুরুত্বহীন। তা সত্ত্বেও মঙ্গলবারের এই ম্যাচ ক্রিকেটপ্রেমীদের কাছে হয়ে উঠতে পারে আকর্ষণীয়। প্লে অফের জন্য হাড্ডাহাড্ডি লড়াই না থাকলেও অরুণ জেটলি স্টেডিয়ামের এই ম্যাচ দেখার যথেষ্ট কারণ রয়েছে দর্শকদের কাছে। কেন জানেন?
কারণ যদ্দিন ধোনি IPL খেলছেন, ক্রিকেটপাগলদের উন্মাদমা মোটে কমবে না। তবে ৪৩ বছরের এই ক্যাপ্টেনের এদিনের ম্যাচটি খেলার কথা ছিল না। এক সপ্তাহ সাসপেন্ড থাকার পর ফের IPL চালু হতে CSK-র হোম ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। আপাতত IPL-এর বাকি ম্যাচগুলি ৬ শহরের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছে আয়োজকরা। ফলে শুধুমাত্র 'থালা' ধোনির খেলা দেখার জন্যই অরুণ জেটলি স্টেডিয়াম কানায় কানায় ভর্তি থাকতে পারে। সম্ভবত এই আইকনিক মাঠে এটিই ধোনির শেষ খেলা হতে চলেছে। আর তা মোটেই মিস করতে চান না মাহির ফ্যানেরা।
তবে এটাই শেষ নয়। এদিনের ম্যাচে একটি সাবপ্লটও রয়েছে। IPL-এর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ধোনির সঙ্গে টক্কর নিতে দেখা যাবে টুর্নামেন্টের সবচেয়ে কমবয়সী খেলোয়াড় বৈভব সূর্যবংশীকে। যিনি এবারের IPL-এর অন্যতম বড় আকর্ষণ। গত ৩০ মার্চের CSK বনাম RR মাচ্যে প্রথম একাদশে ছিল না বৈভব।
রেকর্ড ব্রেকিং শতরান সহ ১৯৫ রান করে ১৪ বছরের বৈভব সূর্যবংশী অসাধারণ পারফর্ম করেছেন এবারের IPL-এ। ৬ ম্যাচে তার স্ট্রাইক রেট ২১৯। নিজের আইডল ধোনির সামনে ব্যাট করতে হাত কাঁপবে না তো IPL-এর এই নয়া তারকার? মঙ্গলবারই IPL-এ এবারের মতো শেষ ম্যাচটি খেলবে রাজস্থান। আর সম্ভবত এবারের IPL-ই ধোনির জন্য অন্তিম টুর্নামেন্ট। ফলে মঙ্গলবারের দ্বৈরথ মিস করতে চাইছেন না কেউই।