Advertisement

IPL Mega Auction 2022: 'আমি আগুন' IPL-এর নিলামের আগে ফের 'পুষ্পা'-র অবতারে ওয়ার্নার

এর আগেও তিনি কিছু ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে, ওয়ার্নারের দুই মেয়ে পুষ্পার ছবিটির সামি-সামি গানে নাচতে দেখা যায়। এর পরে ওয়ার্নার পুষ্পা ছবির ট্রেলারের ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি নায়ক আল্লু অর্জুনের জায়গায় নিজের মুখ রেখেছেন। যা দেখে আল্লু অর্জুনও ওয়ার্নারের ভিডিওতে মন্তব্য করেছেন।

ডেভিড ওয়ার্নারডেভিড ওয়ার্নার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2022,
  • अपडेटेड 5:33 PM IST
  • অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের ভিডিও
  • আইপিএল মেগা নিলামে অংশ নেবেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার (David Warner) এখনও পুষ্পা (Pushpa) জ্বরে আক্রান্ত। এখনও পর্যন্ত তিনি এই ছবির ৪-৫টি ভিডিও শেয়ার করেছেন। এয়াবার সেই তালিকায় জুড়ল আরও একটি ভিডিও। মেয়ের সাথে একটি নতুন একটি ভিডিও শেয়ার করেছেন ওয়ার্নার। এই ভিডিওতে তাঁকে পুষ্পা ছবির নায়ক আল্লু অর্জুনের সংলাপ বলতে দেখা গিয়েছে। ভিডিওতে, ওয়ার্নারের সাথে দাঁড়িয়ে থাকা কন্যাকেও আল্লু অর্জুনের স্টাইল নকল করতে করতে দেখা যায়। ভিডিওতে ওয়ার্নারকে 'পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সামঝে কেয়া, ফায়ার হু ম্যায়' এই সংলাপ বলতে দেখা যায়। এই ডায়লগ শুধু তিনি বলেননি, পোস্টেও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'আমার লিপ্সিংয়ের গোলমাল হয়েছে সেটার জন্য ক্ষমা চাইছি।' ওয়ার্নারের এই পুষ্পা প্রেম শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। 

সামি-সামি গানে নাচছেন ওয়ার্নারের মেয়েরা

এর আগেও তিনি কিছু ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে, ওয়ার্নারের দুই মেয়ে পুষ্পার ছবিটির সামি-সামি গানে নাচতে দেখা যায়। এর পরে ওয়ার্নার পুষ্পা ছবির ট্রেলারের ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি নায়ক আল্লু অর্জুনের জায়গায় নিজের মুখ রেখেছেন। যা দেখে আল্লু অর্জুনও ওয়ার্নারের ভিডিওতে মন্তব্য করেছেন।

আরও পড়ুন

এর আগেও, ওয়ার্নার নিজেই পুষ্পা ছবির শ্রীবল্লী গানে নেচেছিলেন এবং ভিডিওটি শেয়ার করেছিলেন। এই গানে আল্লু অর্জুন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। পুষ্পার নায়ক আল্লু অর্জুনও এই ভিডিওতে মন্তব্য করেছিলেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার পুষ্পা ছবির কোনও দৃশ্য বা গান নিয়ে ভিডিও তৈরি করলেই আল্লু অর্জুনকে সেখানে কমেন্ট করতে দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে, ওয়ার্নার যেমন আল্লু অর্জুনের ফ্যান হয়ে গিয়েছেন তেমনই আল্লু অর্জুনেরও ভাল লেগেছে ওয়ার্নারের অভিনয়।

আইপিএলের মেগা নিলামে অংশ নেবেন ওয়ার্নার

এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২২-এর মেগা নিলামে অংশ নেবেন ডেভিড ওয়ার্নার। বিরাট কোহলির (Virat Kohli) দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) সহ অনেক দলই তাঁকে নিতে আগ্রহী। সূত্রের খুবর, ওয়ার্নারকে তাদের দলের অধিনায়কও করতে পারে আরসিবি। গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ওয়ার্নার। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement