গ্রেফতার হতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)! তবে তাঁকে গ্রেফতার না করার জন্য গুজরাত পুলিশের (Gujarat Police) কাছে অনুরোধ জানাল দিল্লি পুলিশ (Delhi Police)। কেন গ্রেফতার হতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক? তিন বছরেরও বেশি সময় পরে সেঞ্চুরি পেয়েছেন বিরাট। ৩৬৮ বলে ১৮৬ রানের দারুণ ইনিংস খেলেন বিরাট। তারপরেই এমন ট্যুইট দেখে ঘাবড়ে গিয়েছিলেন ভারতের ক্রিকেট ফ্যানরা।
কেন এমন ট্যুইট করল দিল্লি পুলিশ?
আসলে মজা করেই এমন ট্যুইট করেছেন দিল্লি পুলিশ আধিকারিকরা। মাত্র ১৪ রানের জন্য ২০০ রান করতে পারেননি বিরাট। এরপর ট্যুইট করে দিল্লি পুলিশ লেখে, 'গুজরাত পুলিশের কাছে আবেদন, বিদেশি অতিথিদের এভাবে মারার জন্য আমাদের দিল্লির ছেলে বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন না।" এরপরই ভাইরাল হয়ে যায় এই পোস্ট। যা বেশ উপভোগ করছেন নেটিজেনরা। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে রানে ফেরেন বিরাট কোহলি। রবিবার আহমেদাবাদের ২২ গজে চেনা মেজাজে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। যা মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।
১৮৬ রানের দারুণ ইনিংস খেলে আউট হন বিরাট। তিন বছরেরও বেশি সময় ধরে টেস্টে শতরান পাননি বিরাট। তাই এই সেঞ্চুরি খুবই স্পেশাল। তাঁর ইনিংসে ছিল ১৫টা চার। যদিও একটাও ছক্কা মারতে পারেননি বিরাট।
মাত্র দুই উইকেটে জিতে ভারতের (Team India) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দিল নিউজিল্যান্ড (New Zealand)। এই নিউজিল্যান্ডের কাছে হেরেই এর আগের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। তাদের কল্যাণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল ভারতীয় দল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ইন্দোর টেস্টে টিম ইন্ডিয়াকে হারিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট সুনিশ্চিত করেছিল অজিরা। আর এবার ফাইনালে পৌঁছে গেল ভারতও। ৭ জুন থেকে শুরু হবে ফাইনাল ম্যাচ। ইংল্যান্ডের ওভালে ম্যাচ খেলতে যেতে হবে ভারত ও অস্ট্রেলিয়াকে।